ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দনিয়ায় ৪ দিনব্যাপী লোক-উৎসব

প্রকাশিত: ০৬:১৩, ২২ জানুয়ারি ২০১৮

দনিয়ায় ৪ দিনব্যাপী লোক-উৎসব

স্টাফ রিপোর্টার ॥ বইমেলা ও লোক-উৎসব পর্ষদের উদ্যোগে আগামী ২৩-২৬ জানুয়ারি ৪ দিনব্যাপী ‘বইমেলা ও লোক-উৎসব’ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৩ জানুয়ারি উৎসবের উদ্বোধন করবেন- সংস্কৃতি সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হাবিবুর রহমান মোল্লা (এমপি)। লোক-উৎসবের প্রধান সমন্বয়কারী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিল্পী হাসান আরিফ। আয়োজক সূত্রে জানা গেছেÑ আগামী ২৩-২৬ জানুয়ারি ৪ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা এবং বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পীরা ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, লালন, বাউলসঙ্গীত এবং পালাগান পরিবেশন করবেন। লোক-উৎসবে আরও থাকছে- গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, হা-ডু-ডু, কানামাছিসহ প্রায় হারিয়ে যাওয়া বিভিন্ন গ্রামীণ খেলা। খেলায় অংশগ্রহণ করবেন- দনিয়ায় অবস্থিত শিশু সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
×