ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরগুনা জেলা সংযুক্ত হচ্ছে বিদ্যুতের জাতীয় গ্রিডে

প্রকাশিত: ০৫:৩১, ২২ জানুয়ারি ২০১৮

 বরগুনা জেলা সংযুক্ত হচ্ছে বিদ্যুতের জাতীয় গ্রিডে

স্টাফ রিপোর্টার ॥ বরগুনা জেলাকে বিদ্যুতের জাতীয় গ্রিডে সংযুক্ত করা হচ্ছে। এজন্য বাকেরগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত ১৩২ কেভি বিদ্যুত সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এজন্য বরগুনায় একটি গ্রিড সাবস্টেশনও নির্মাণ করা হচ্ছে। আগামী দেড় বছরের মধ্যে জেলাটি জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে বরগুনায় বিদ্যুতের সরবরাহ বাড়বে। বর্তমানে একটি ৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে জেলায় বিদ্যুত দেয়া হচ্ছে। বাকেরগঞ্জ-বরগুনা ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণের জন্য মালয়েশিয়ার প্রতিষ্ঠান এইচজি পাওয়ার ট্রান্সমিশন এর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। চুক্তিতে বলা হয়, আগামী দেড় বছরের মধ্যে বাকেরগঞ্জ-বরগুনা ৫০ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইনটি টার্নকি পদ্ধতিতে নির্মাণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করতে হবে। এ কাজের নির্মাণ ব্যয় প্রায় ৭৭ কোটি টাকা। পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মোঃ আশরাফ হোসেন এবং এইচজি পাওয়ার’র পক্ষে ওভারসিস ডিরেক্টর হেমন্ত কুমার খৈতান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (ওএ্যান্ডএম) মোঃ এমদাদুল ইসলাম, প্রধান প্রকৌশলীবৃন্দ ও প্রকল্প পরিচালক এ কে এম আনোয়ার হোসেনসহ উভয়পক্ষে উর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে গত ১৪ জানুয়ারি বরগুনায় ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণের জন্য চীনের প্রতিষ্ঠান সিসিসি’র সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি সই করেছিল পিজিসিবি। আগামী দেড় বছরের মধ্যে গ্রিড সাবস্টেশন নির্মাণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে সিসিসি। এই সাবস্টেশন নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৫ কোটি টাকা। বরগুনায় নতুন গ্রিড সাবস্টেশন এবং হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু হলে জেলাটিতে বরিশাল ও পটুয়াখালী উভয় দিক থেকে বিদ্যুতের বাল্ক সরবরাহ দেয়া সম্ভব হবে।
×