ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপনগর খালের পাশে অবৈধ স্থাপনা ১ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ

প্রকাশিত: ০৫:২৯, ২২ জানুয়ারি ২০১৮

রূপনগর খালের পাশে অবৈধ স্থাপনা ১ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগর খালের পাশে অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খালের মূল নক্সা ঠিক রেখে জনসাধারণের চলাচলের জন্য (ওয়াকওয়ে) রাস্তা রাখারও নির্দেশ দিয়েছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে করা এক মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে। পাসপোর্ট জমা রাখার শর্তে তার জামিন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। রাজধানীর রূপনগর খালের পাশে অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ আদেশ বাস্তবায়ন হয়েছে কি-না সে বিষয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি গৃহায়নসহ সংশ্লিষ্টদের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে গত ২১ নবেম্বর রূপনগর খাল নিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন ঢাকার জেলা প্রশাসন। দাখিল করা প্রতিবেদনে বলা হয়, বার বার দখলমুক্ত করা হলেও আবারও অবৈধ দখলদারদের কবলে চলে যাচ্ছে ঢাকার খালসমূহ। অবৈধ দখলদারদের ঠেকাতে রাজধানীর খালসমূহ খনন করে বৃক্ষরোপণসহ ওয়াক-ওয়ে নির্মাণের সুপারিশ করে ঢাকা জেলা প্রশাসন। রূপনগর খাল নিয়ে প্রতিবেদন বলা হয়, রূপনগর খালটি দুটি অংশে বিভক্ত। এর মধ্যে রূপনগর খাল (আরামবাগ খাল) এবং রূপনগর খাল (নিম্ন অংশ) নামে পরিচিত। খালটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক অধিগ্রহণকৃত হলেও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা ওয়াসা বরাবর হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদপুর সার্কেলাধীন রূপনগর খালের নিম্ন অংশে দুয়ারীপাড়া মৌজার মহানগর ৭০১নং দাগে প্রায় ৩০-৪০ ফুট প্রস্থ এবং ৭০০ ফুট দৈর্ঘে সরেজমিনে দৃশ্যত খাল হিসেবে নির্ধারণ করা আছে। এর ধারাবাহিকতায় উত্তর অংশে ৩০-৪০ ফুট প্রস্থ ও ১৫০ ফুট দৈর্ঘে আর.এস রেকর্ড মোতাবেক খাল থাকলেও মহানগর রেকর্ডে ব্যক্তি মালিকানায় রেকর্ডভুক্ত হয়েছে। যা সরেজমিনে ভরাটকৃত অবস্থায় রয়েছে। গত অক্টোবর মাসে একটি জাতীয় দৈনিকে ‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ এবং ‘রূপনগর খাল নিয়ে কুৎসিত কর্মকান্ড’ শীর্ষক শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন আমলে নিয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্ট এক আদেশে এসব খাল অবৈধ দখলমুক্ত করতে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। দিলদার আহম্মেদের জামিন ॥ অর্থ পাচারের অভিযোগে করা এক মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে। পাসপোর্ট জমা রাখার শর্তে তার জামিন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে আপন জুয়েলার্সের মালিক ও রেইন ট্রি হোটেলের ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের বাবার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। জামিন আবেদন শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আপন জুয়েলার্সের মালিকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার জোসনা পারভীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ইউনুফ মাহমুদ মোরশেদ। এর আগে অর্থপাচারের আরও দুই মামলাতে জামিন পেয়েছেন দিলদার। পরে মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সব মামলায় জামিন হয়ে যাওয়ায় এবার আর তার মুক্তিতে বাধা নেই।’ শুনানি পিছিয়েছে ॥ প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রিট আবেদনের ওপর প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ পরবর্তী দিন ধার্য করে এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন এ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×