ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেলফি এ্যাপ

প্রকাশিত: ০৪:৫৫, ২২ জানুয়ারি ২০১৮

সেলফি এ্যাপ

এবার বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সেলফি তোলার সুযোগ সৃষ্টিতে কাজ করছে গুগল। গুগল আর্টস এ্যান্ড কালচারাল এ্যাপের মাধ্যমে যে কেউ বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে সেলফি তুলতে পারবেন। ফোনে শুধু একটি ক্লিকের মাধ্যমে আপনিও জনপ্রিয় হয়ে উঠতে পারেন সহজেই। এ্যাপটি ডাউনলোড দেয়ার পর সেটি ওপেন করা হলেই সেলফি তোলার অপশন আসবে। তারপর আপনার মুখের সঙ্গে কিছুটা মিল রয়েছে এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব কিংবা ইতিহাস প্রসিদ্ধ শিল্পকর্মের স্রষ্টাদের সঙ্গে মিলিয়ে একটি ছবি পেয়ে যাবেন। ওই ছবি শেয়ার করা যাবে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটগুলোতেও। তবে শুধু জনপ্রিয় ব্যক্তি নয়, জনপ্রিয় চিত্রকর্মের সঙ্গেও নিজের ছবি বানানোর সুযোগ থাকছে এখানে। তাই হিটলারের সঙ্গে ছবি তোলা বা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসাকে চুমু খাওয়া আপনার কাছে এক ক্লিক দূরত্বে। নতুন ভার্সন আপডেট হওয়ার পরেই গত সপ্তাহে অনেক ডাউনলোড হয়েছে এ্যাপটি। শুধু তাই নয়, এর আগেও বিভিন্ন এ্যাপের মাধ্যমে প্রতিকৃতি করার সুযোগ এসেছে। কিন্তু গুগল আর্টস এ্যান্ড কালচারাল এ্যাপে এডিট হওয়া ছবির সঙ্গে গ্রাহকদের মুখের অবিকল মিল থাকায় সহজেই জনপ্রিয় হয়ে গেছে। জানা গেছে, প্রায় ১২শ’ মিউজিয়াম, গ্যালারি ও শিল্পকলা এবং ব্যক্তির ইমেজ রয়েছে এ্যাপটিতে। -সিনেট
×