ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলমারি থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৩, ২২ জানুয়ারি ২০১৮

 আলমারি থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর অরণকোলা এলাকা থেকে দেড় মাস বয়সী একটি শিশু চুরির মিথ্যে ঘটনা ফাঁস হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় নিজ বাড়ির স্টিলের আলমারি থেকে শিশু আতিকা জান্নাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আতিকার পিতা আশরাফুল ইসলাম (৩৩), দাদা মোঃ আইয়ুব আলী খান (৭২), দাদি সেলিনা খান (৬৮) ও ছেলের মামি জোৎস্না খাতুন (৫৭) কে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, দেড় মাস বয়সী শিশু আতিকা জান্নাত চুরির খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ওই বাড়িতে যান এবং পর্যবেক্ষণ করেন। কোন খোঁজ পাচ্ছিল না পুলিশ। এ অবস্থায় সন্দেহজনকভাবে পাশের বাড়ির চারজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই চার ব্যক্তির কাছ থেকে কোন তথ্য না পেয়ে পুলিশের সন্দেহ বাড়তে থাকে। পুলিশ বাড়িতে থাকা স্টিলের আলমারির চাবি চাইলে গৃহকর্তা চাবি হারিয়ে গেছে বলে জানায়। এতে পুলিশের সন্দেহের মাত্রা বেড়ে যায়। তখন তারা আলমিরা ভেঙ্গে শিশু জান্নাতের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, পর পর কন্যা শিশুর জন্ম, আগের ১ বছরের একটি কন্যা শিশু এবং ৭ মাসে ভূমিষ্ট হওয়া আতিকা জান্নাতের জন্মকে আনন্দহীন করে তোলে আশরাফুলের পরিবারকে। বংশের বাতি জ্বালাবে কে এই আশঙ্কায় ছেলে সন্তান না হওয়ায় মেয়েকে হত্যা করে বাবা আশরাফুল ইসলাম। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, শিশু আতিকা জান্নাত চুরির খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হই। বাবা, দাদা ও দাদি কৌশলে বাচ্চার মাকে ছাদে পাঠিয়ে ইচ্ছাকৃত ভাবে দেড় মাসের কন্যাকে শ্বাস রোধে হত্যা করে স্টিলের আলমারিতে রেখে দেয়।
×