ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুবলীগের দুই নেতা গ্রেফতার

প্রতিবাদে বেলকুচিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রকাশিত: ০৪:২৫, ২২ জানুয়ারি ২০১৮

 প্রতিবাদে বেলকুচিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২১ জানুয়ারি ॥ বেলকুচি পৌর মেয়রের দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকারকে বিশেষ অভিযানে ডিবি পুুলিশ গ্রেফতারের প্রতিবাদে তাদের সমর্থকদের হামলায় বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বাস মালিক সমিতির ডাকে এনায়েতপুর-সিরাজগঞ্জ রুটে অনির্দিষ্টকালের বাস মিনিবাস ধর্মঘট চলছে। এতে সাধারণ জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এদিকে শনিবার সন্ধ্যায় বেলকুচিতে যুবলীগের দুই নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মুকুন্দগাতী বাসস্ট্যান্ডে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলীর আকন্দের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ফজলুল হক সরকার প্রমুখ। এদিকে শনিবার উপজেলা মুকুন্দগাতী বাসস্ট্যান্ডে আপত্তিকর স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে রবিবার বিকেলে বেলকুচি কলেজ মোড় বঙ্গবন্ধু স্কয়ারে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
×