ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:২২, ২২ জানুয়ারি ২০১৮

ফতুল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে  হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকায় চোর সন্দেহে রাসেল (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগ রাসেল কাঁচামালের ব্যবসা করত তাকে পূর্বশত্রুতাবসত পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। নিহত রাসেল নারায়ণগঞ্জ সদর উপজেলার পুরাতন সৈয়দপুর সরদারবাড়ি এলাকার মৃত আলী বক্সের ছেলে। তিনি ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জানা গেছে, রবিবার ভোরে ভোলাইল এলাকায় চোর সন্দেহে রাসেলকে কয়েকজন মিলে পিটুনি দেয়। এতে রাসেল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ রাসেল তার মাকে নিয়ে ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে কাঁচামালের ব্যবসা করতেন। ভোরে ভোলাইল মরাখালপাড় এলাকায় রাসেলকে কয়েকজন মিলে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে। বেলকুচিতে গৃহবধূ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে জানান, স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় বেলকুচি উপজেলার ভাতুড়িয়া গ্রামে আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শাশুড়ি সোনেকা বেগমকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। স্বামী আলহাজসহ তার স্বজনরা পলাতক রয়েছে। রবিবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভাতুড়িয়া পূর্বপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে আঁখির মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ভাতুড়িয়া দক্ষিণপাড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। নিহতের বাবা আমিরুল ইসলাম জানান, তিন বছর আগে তার মেয়ে আঁখিকে একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে আলহাজ আলীর সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর দুই বছর পর আলহাজ আলী তার আপন ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। তাদের পরকীয়া নিয়ে বেশ কয়েকটি গ্রাম্য সালিশে সাবধান করে দেয়া হয়। তারপরও আলহাজ আলী তার পরকীয়া চালিয়ে যাওয়ায় স্ত্রী আঁখি এর প্রতিবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে আঁখিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের লোকজনেরা।
×