ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

বিআরটিএ কর্মকর্তার স্ত্রীসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:২২, ২২ জানুয়ারি ২০১৮

বিআরটিএ কর্মকর্তার স্ত্রীসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নওগাঁয় বিআরটিএ কর্মকর্তার স্ত্রী ও বিক্রয় প্রতিনিধি, যশোরে যুবক, বাগেরহাটে নারী, রূপগঞ্জে চালক, ফরিদপুরে যাত্রী ও ভালুকায় ট্রাকচালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নওগাঁ নওগাঁর মান্দায় ও ধামইরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় বিআরটিএ কর্মকর্তার স্ত্রী ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। জানা গেছে, রবিবার দুপুরে মান্দা উপজেলা হাজী গোবিন্দপুর নামক স্থানে ট্রাক্টরের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দিলে ওই প্রাইভেট কারে থাকা নওগাঁ বিআরটিএর এ্যাসিসটেন্ট ডিরেক্টর (এডি) মাইনুল হাসানের স্ত্রী হাসি খাতুন (৩০) নিহত হন। ওই ঘটনায় মাইনুল হাসান ও তার শিশুকন্যাসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগরে পিকনিক পার্টির বাসের ধাক্কায় এসিআই ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রংপুর সদরের গুলাইবোদাই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে মোঃ মবিনুল ইসলাম বিপুল (২৫) নিহত হয়েছেন। এ সময় তিনি মোটরবাইকে কর্মস্থলে যাচ্ছিলেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এদিকে এই ঘটনার ৩০ মিনিট পূর্বে ধামইরহাট সফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবুসহ চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি রাজশাহী শিক্ষা বোর্ডে পিকআপ যোগে যাত্রাকালে আমবাটি আমিনাবাদ মোড়ে একই বাস তাদের ধাক্কা দিলে দুই শিক্ষক গুরুতর আহত হন। পরে তাদের পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। যশোর রতন আল-মামুন (৩২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার বেলা পৌনে ১২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর গ্রামীণফোন টাওয়ারের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মামুন ‘সিটি’ নামে একটি বেসরকারী প্রতিষ্ঠানের বাজার প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হাজরাহাটি গ্রামের আকবর আলীর ছেলে। নিহতের সহকর্মী দুদু মিয়া জানান, সকালে রতন আল মামুন মোটরসাইকেলযোগে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগরে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। ফলে মাটিতে পড়ে সেখানেই মারা যান মামুন। বাগেরহাট ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় পিনজিরা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিনজিরা বেগম ফকিরহাটের পাগলা উত্তরপাড়া গ্রামের ইনতাজ আলির স্ত্রী। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি তেলবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়। রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী বাসের চাপায় অটোরিক্সা চালক শামিম (২৫) নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। নিহত শামিম উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার আজিজুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শামিম তার অটোরিক্সা নিয়ে গোলাকান্দাইল এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় সাওঘাট এলাকায় পৌঁছামাত্র দ্রুতগামী একটি বাস অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক শামিম নিহত হন। ফরিদপুর মধুখালীতে রবিবার সকালে মাইক্রোবাস দুর্ঘটনায় একজন নিহত এবং ২জন আহত হয়েছে। জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও অপর দুই যাত্রী গুরুতর আহত হন। নিহত যাত্রীর নাম রায়হান শেখ (৪৫), তার বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার ভিকুটিয়া গ্রামে। ভালুকা, ময়মনসিংহ রবিবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সীডস্টোর বাজার ফরেস্ট চেকপোস্টের সামনে পিলার বোঝাই ট্রাককে পেছন থেকে কয়লাবোঝাই ট্রাক ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
×