ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে দুই হত্যার খুনীদের বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৯, ২২ জানুয়ারি ২০১৮

সোনারগাঁয়ে দুই হত্যার খুনীদের বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলায় পৃথক দুটি স্থানে সুলতান আহমেদ মিন্টু ও মোহাম্মদ আলী নামে দুই যুবক হত্যাকা-ের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতদের স্বজন ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় সুলতান আহমেদ মিন্টুর স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ায় ও মোহাম্মদ আলীর স্বজনরা পিরোজপুর ইউপির কান্দারগাঁও এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, উপজেলার ছোট সাদিপুর গ্রামের মোতাহার মিয়ার মেয়ে ও সুলতান আহমেদ মিন্টুর মামাতো বোন ফাতিহা আক্তার মিতুকে কলেজে যাওয়ার পথে পার্শ্ববর্তী বন্দেরা গ্রামের রফিকের ছেলে জাকির হোসেন উত্ত্যক্ত করে। মিন্টু তার মামাত বোন মিতুকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানালে বখাটে জাকির হোসেন ও তার সহযোগীরা সুলতান আহমেদ মিন্টুকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে আহত মিন্টুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে দুদিন চিকিৎসার পর সে মারা যায়। এ ঘটনার ৩ দিন পর ১৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা শামসুল হক ওরফে সুরুজ প্রধান। মামলায় দুদিন পর মিন্টুর হত্যা মামলার প্রধান আসামি জাকিরসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আধঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে।
×