ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে চাঁদাবাজি

র‌্যাবের দুই সোর্সের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:১৯, ২২ জানুয়ারি ২০১৮

র‌্যাবের দুই সোর্সের  বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকাসক্ত দুই ব্যক্তির বিচারের দাবিতে নাচোল উপজেলার খড়িবাড়ি গ্রামের মানুষ রবিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এতে তারা অভিযোগ করেন, খড়িবাড়ি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে রনি ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আজিম নিজেদের র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে স্থানীয় লোকজনকে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাদের মারধর করে রনি ও আজিম। তাদের অত্যাচারে অতিষ্ঠ খড়িবাড়ি গ্রামের মানুষ। গত ১৬ জানুয়ারি ফজলুর রহমানের দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে নেশাগ্রস্ত অবস্থায় রনি ও আজিম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে বাঁশ নিয়ে মারতে যায়। এ সময় বাজারের লোকজন তাদের দুইজনকে ধরে গণধোলাই দিয়ে আটকিয়ে রাখে। পরে এ ধরনের অপকর্ম করবে না এ মর্মে লিখিত দিয়ে তাদের পরিবারের লোকজন এসে নিয়ে যায়। রনি ও আজিমের সন্ত্রাসী ও চাঁদাবাজির বিষয়ে গত ফেব্রুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, নাচোল থানা, র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্প ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পকে লিখিতভাবে জানানোর পর কয়েকদিন বন্ধ থাকলেও তারা পুনরায় র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। তাদের এসব কার্জকলাপে আতঙ্ক ও ভয়ে দিন কাটছে ওই এলাকার মানুষের।
×