ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে পাচার হচ্ছে পেঁয়াজের কলি

প্রকাশিত: ০৪:১৮, ২২ জানুয়ারি ২০১৮

ভারতে পাচার হচ্ছে পেঁয়াজের কলি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে নিয়মিত ভারতে পাচার হচ্ছে দেশীয় পেঁয়াজের কলি (স্থানীয় ভাষায় ঢেঁপ বলা হয়)। এর ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। ভারতের বাজারে চাহিদা ও দাম বেশি হওয়ায় এবং বৈধপথে ভারতে রফতানির কোন ব্যবস্থা না থাকায় এই পেঁয়াজের কলি পাচার হচ্ছে। মাঝেমধ্যে কিছু চালান ধরা পড়লেও বিজিবির চোখ ফাঁকি দিয়ে অনায়াসে পাচার হয়ে যাচ্ছে পেঁয়াজের কলি। তবে ঢেঁপ রফতানিতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করা হলে সরকারের রাজস্ব আহরণের পরিধি আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জানা গেছে, ভারতে পাচারের উদ্দেশ্যে হিলি সীমান্ত এলাকায় জড়ো করার সময় অভিযান চালিয়ে গত ৩১ ডিসেম্বর ১৫ বস্তা থেকে ৭৫০ কেজি পেঁয়াজের ঢেঁপ উদ্ধার করা হয়। এরপর ৬ জানুয়ারি ২৩ বস্তা থেকে ৯০০ কেজি, ১৪ জানুয়ারি ২৫ বস্তা থেকে এক হাজার ৩২০ কেজি পেঁয়াজের ঢেঁপ উদ্ধার করা হয়। ওই ৩ অভিযানে ৬৩ বস্তা থেকে দুই হাজার ৯৭০ কেজি পেঁয়াজের ঢেঁপ উদ্ধার করা হয়। দিনাজপুর শহরের বাহাদুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ভারতের পুরো পশ্চিমবঙ্গে আমাদের দেশীয় পেঁয়াজের ঢেপের ব্যাপক চাহিদা রয়েছে। তারা এসব ঢেঁপ বিভিন্ন তরকারি ছাড়াও আলাদাভাবে ভাজি করে খায়; যা তাদের কাছে অত্যন্ত প্রিয়। এছাড়াও তারা যে পেঁয়াজ আবাদ করে, সেগুলোয় এমন ঢেঁপ হয় না। শুধুমাত্র আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজের ঢেঁপ এমন হয়। হিলি স্থলবন্দরের এক ব্যবসায়ী জানান, হিলি স্থলবন্দর দিয়ে যেসব ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে আসে সেসব ট্রাকের ড্রাইভাররাও এ দেশের বাজার থেকে ঢেঁপ কিনে নিয়ে যান। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশীদ হারুন জানান, বাংলাদেশের পেঁয়াজের ঢেঁপ-এর ভারতে বেশ চাহিদা রয়েছে।
×