ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে মাথাচাড়া দিয়ে উঠেছে ছিনতাইকারীচক্র

প্রকাশিত: ০৪:১৭, ২২ জানুয়ারি ২০১৮

ময়মনসিংহে মাথাচাড়া দিয়ে উঠেছে ছিনতাইকারীচক্র

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বিভাগীয় শহর ময়মনসিংহে মাথাচাড়া দিয়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা। মাত্র দুই মাসের ব্যবধানে শহরের ব্যস্ততম পাটগুদাম মোড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র ইব্রাহীম ও বিকাশ এজেন্ট হরিসহ দুইজনকে প্রাণ দিতে হয়েছে। অভিযোগ স্থানীয় পুলিশী নজরদারির অভাবে একের পর ছিনতাইয়ের শিকার হচ্ছে নিরীহ মানুষ। ছিনতাইকারীদের এমন বেপরোয়া দৌরাত্ম্যে উদ্বিগ্ন হয়ে পড়েছে নগরবাসী। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের দাবি জামিনে বের হয়ে আসা ছিনতাইকারীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র ইব্রাহীম খলিল খুনের ঘটনায় সাদ্দাম নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে সাদ্দাম চক্রের সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ পুলিশ।সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে শহরের ব্যস্ততম পাটগুদাম ব্রিজ মোড়ের বাসস্ট্যান্ড সংলগ্ন বলাশপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন কলেজের ছাত্র ইব্রাহীম খলিল। এই ঘটনায় হাতেনাতে আটক শহরের এসকে হাসপাতাল এলাকার সাদ্দামকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে গত নবেম্বর মাসে একই এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয় বিকাশ এজেন্ট হরি। এই ঘটনায় পুলিশী অভিযানে গ্রেফতার চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে বিকাশ এজেন্ট হরিকে খুনের কথা স্বীকার করে। জামিনে বের হয়ে আসার পর ফের একই এলাকায় ঘটেছে কলেজ ছাত্র খুনের ঘটনা! স্থানীয় সূত্র আরও জানায়, শহরের পাটগুদাম, বলাশপুর, পাদ্রী মিশন রোড, ময়মনসিংহ পলিটেকনিক এলাকা, মাসকান্দা, জিলা স্কুলের আশপাশ, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট-পিটিআই, কলেজ রোড, টাউনহল মোড়ের আশপাশ, কাচিঝুলি, পুলিশ লাইন, জেলরোড, চরপাড়া, চামড়াগুদাম, র‌্যালি মোড় ও গাঙিনাপাড়সহ অর্ধশত স্পটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা ওঁৎপেতে থাকছে।
×