ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীমিত সম্পদ দিয়ে উন্নয়নে বিশ্বে প্রধানমন্ত্রীর কোন বিকল্প নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৫৭, ২১ জানুয়ারি ২০১৮

সীমিত সম্পদ দিয়ে উন্নয়নে বিশ্বে প্রধানমন্ত্রীর কোন বিকল্প নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বল্প সময় ও সীমিত সম্পদ দিয়ে উন্নয়ন আনার ক্ষেত্রে বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে আয়তনের তুলনায় বিপুল জনসংখ্যা ও সীমিত সম্পদ মাথায় নিয়ে উন্নয়নের রাস্তায় উঠেছে বাংলাদেশ। মধ্যম আয়ের দেশে প্রবেশ করতে আমরা বদ্ধপরিকর। আর সেজন্যই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবে দেশের জনগণ। শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জনদের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জনস এ সম্মেলনের আয়োজন করে। এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি আজ বিশ্বের কাছে বিস্ময়। প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্যসেবা ‘কমিউনিটি ক্লিনিক’ আজ বিশ্বের অনেক দেশের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাস্থ্য সেক্টরের জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়নে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস পেয়েছে। পোলিও ধনুষ্টংকারসহ বেশ কয়েকটি রোগমুক্ত হয়েছে বাংলাদেশ। বিনা টাকায় চিকিৎসাসেবা প্রদান বিশেষ করে দামী ওষুধ বিতরণ করা হচ্ছে। প্রতিটি জেলা পর্যায়ে বিশেষায়িত সরকারী হাসপাতাল গড়ে তোলার বিষয় বিবেচনা করছে সরকার। টাকার কারণে বিনা চিকিৎসায় কোন রোগীর যাতে মৃত্যু না ঘটে সেদিকে সজাগ রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
×