ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বজনের লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হলো গৃহবধূ

প্রকাশিত: ০৭:৫৬, ২১ জানুয়ারি ২০১৮

স্বজনের লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হলো গৃহবধূ

স্টাফ রিপোর্টার ॥ স্বজনের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রুনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ লাশ হয়ে বাড়ি ফিরলো। শনিবার সকালে মালিবাগ চৌরাস্তায় স্বামীর সামনে এই মর্মান্তিক দুঘর্টনা ঘটে। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) দুলাল মিয়া জানান, পশ্চিম রামপুরার ১১৩ নম্বর আদি লেনে বাসায় পরিবারের সঙ্গে থাকতেন রুনা আক্তার। তার স্বামী বাচ্চু মিয়া অটোরিকশাচালক। তাদের দুটি সন্তান রয়েছে। মোসাদ্দেক আলী নামের এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে শনিবার সকালে স্বামীর সঙ্গে মালিবাগে যাচ্ছিলেন রুনা। রিক্সা থেকে নামার পর বাচ্চু মিয়া ভাড়া দিচ্ছিলেন। এ সময় রুনা আক্তার রাস্তা পার হচ্ছিলেন। রামপুরা মেরাদিয়া রুটের চলাচলকারী রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কায় দিলে গুরুতর আহত হন তিনি। পরে রুনাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মুচলেকা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই রুনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রামপুরা থানা পুলিশ।
×