ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেকহেড গ্রামার স্কুলের মালিককে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৭:৫৬, ২১ জানুয়ারি ২০১৮

লেকহেড গ্রামার স্কুলের মালিককে তুলে নেয়ার অভিযোগ

বিডিনিউজ ॥ রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে তার অফিস থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জঙ্গী কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেয়ার অভিযোগে গত নবেম্বরে এই স্কুল বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি করে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। শনিবার বিকেল ৪টার দিকে সাদা পোশাকে সাত থেকে আটজন লোক এসে গুলশানের অফিস থেকে মতিনকে তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া বলেন, ওই স্কুলের একজন কর্মকর্তা খালেদ মতিনকে তুলে নেয়ার বিষয়টি তাদের জানিয়েছেন। শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে স্কুলের পক্ষ থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ করা হয়নি। তার সন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক সালাউদ্দিন।
×