ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খোঁজ-খবর ॥ হাতের লেখা সুন্দর করতে

প্রকাশিত: ০৬:০২, ২১ জানুয়ারি ২০১৮

খোঁজ-খবর ॥ হাতের লেখা সুন্দর করতে

সুন্দর হাতের লেখা নজর কাড়ে সবার। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে। দেশে হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘থ্রি ফিঙ্গারস হ্যান্ডরাইটিং একাডেমি।’ এটির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক এইচ এম জারিফ। দীর্ঘ দিন গবেষণা ও চর্চা করে ৬৮০ প্রকার হাতের লেখার কৌশল আবিষ্কার করেছেন তিনি। এইচ এম জারিফ বলেন, ‘হাতের লেখার মান বাড়াতে কেজি স্কুলে পড়ার সময় থেকেই নজর দেয়া জরুরী। এজন্য প্রি এবং প্রাইমারি স্কুল শিক্ষকদের হাতের লেখা সুন্দর হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, ‘নিয়মিত ২৪-৪৫টি ক্লাস করলেই হাতের লেখা সুন্দর করা সম্ভব। এটা কোন ম্যাজিক নয়, লজিক! বর্তমানে প্রতিষ্ঠানটিতে সপ্তাহে প্রতিদিন সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত প্রশিক্ষণ চলছে। ১-৪ মাসের মধ্যে কোর্স শেষ করতে হয়। প্রতিষ্ঠানটির উত্তরা, ফার্মগেট, মালিবাগ, মিরপুর, জামালপুর, ধানম-িসহ দেশের বিভিন্ন স্থানে শাখা রয়েছে। প্রশিক্ষণ সম্পর্কে আরও জানতে যোগাযোগ: ০১৭১১৯৫৭২৮৯।www.3fingershandwriting.com, Facebook+Youtube: 3 Fingers Handwriting Development Academy মাঈন উদ্দিন
×