ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:০১, ২১ জানুয়ারি ২০১৮

ক্যাম্পাস সংবাদ

ডিআইইউ’র সঙ্গে এমওইউ স্বাক্ষর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মালেশিয়ার পুত্রা বিজনেস স্কুলের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসের ড. এমআই পাটোয়ারী অডিটরিয়ামে এ স্বাক্ষর হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং পুত্রা বিজনেস স্কুলের পক্ষে অধ্যাপক ড. জুলকারনাইন ইউসুপ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কেএম মোহসীন, ট্রেজারার অধ্যাপক ড. মাইনুল ইসলাম, সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক শাহ আলম চৌধুরী, পুত্রা বিজনেস স্কুলের অধ্যাপক ড. আবু বকর আবদুল হামিদ ও পুত্রা বিজনেস স্কুলের বাংলাদেশ প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হলো ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম. এ. সবুর। ২০১৭ সালে সারা বছর ধরে এই প্রতিযোগিতায় দেশের সরকারী-বেসরকারীসহ মোট ৩২টি বিশ^বিদ্যালয় অংশগ্রহণ করে। গত ১৩ জানুয়ারি রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। রানার আপ ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এ্যান্ড টেকনোলজি এবং প্রাইম ইউনিভার্সিটি। চ্যাম্পিয়ন দলের বক্তরা ছিলেন জান্নাতুল ফেরদৌসী, মো. মাহফুজুল বাশার, কাওছার আলম। রানার আপ দলের বক্তারা ছিলেন- সৈয়দ খালিদ মাহমুদ, মেহেদী হাসান, ইমন বিশ^াস শুভ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেটসহ চ্যাম্পিয়ন দলকে নগদ ২ লাখ এবং রানার আপ দলকে ১ লাখ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সোমা ইসলাম, অনিমেষ কর, ঝুমুর বারি ও মইনুল হক চৌধুরী। স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। মানসম্মত শিক্ষা প্রদানের ব্রত নিয়ে প্রায় চৌদ্দ বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটি জোনে বিশ বিঘা জমির ওপর নির্মিত ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। শিক্ষার্থীদের আবেগ ও ভালবাসায় মুখরিত উৎসবে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে গত ১০ জানুয়ারি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি তার বক্তৃতায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু হওয়ায় প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনুরোধ জানান এবং সরকারের রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের উপযোগী করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ইস্টার্ন ইউনিভার্সিটিকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়য় করেন; এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন-এ্যাডভাইজর, প্রোগ্রামের চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। ক্যাম্পাস প্রতিবেদক
×