ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আসছে বেঙ্গলের নতুন চলচ্চিত্র ‘বালিঘর’

প্রকাশিত: ০৫:৫৬, ২১ জানুয়ারি ২০১৮

আসছে বেঙ্গলের নতুন চলচ্চিত্র ‘বালিঘর’

স্টাফ রিপোর্টার ॥ ‘দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ। এটা শিল্পের প্রচার প্রসারের জন্য শুভ। একই ভাষা শুধু নয়, সংস্কৃতি ও ইমোশন সবই এক। যখন এ ধরনের কাজ হয় তখন এর ব্যাপ্তিও বেড়ে যায়। ‘বালিঘর’ তেমনই একটি চলচ্চিত্র যেখানে দুইবাংলার মানুষের কথাই তুলে ধরা হবে। চলচ্চিত্রে আমাদের দুই বাংলার অভিনয় শিল্পী থেকে শুরু করে কলাকুশলী পর্যন্ত অংশ নিচ্ছেন। বেঙ্গলের মতো একটি প্রতিষ্ঠান এ চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছে। সে কারণেই যৌথ প্রযোজনার এ পরিচালনা করতে আগ্রহী হয়েছি’-বেঙ্গল ক্রিয়েশনস্ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতের জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীল। বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের নাথিং বিয়ন্ডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘বালিঘর’। দুই পক্ষের যৌথ প্রযোজনা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে রাজধানীর এক অভিজাত হোটেলে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। এতে বেঙ্গল ক্রিয়েশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রযোজক আবুল খায়ের, নির্মাতা মোরশেদুল ইসলাম, লুভা নাহিদ চৌধুরী এবং নাথিং বিয়ন্ডের পক্ষে ছিলেন পরিচালক অরিন্দম শীল। এছাড়াও উপস্থিত ছিলেন এ চলচ্চিত্রের অভিনয়শিল্পী আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, কাজী নওশাবা আহমেদ, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। শুরুতেই লুভা নাহিদ চৌধুরী ও অরিন্দম শীল ‘বালিঘর’ চলচ্চিত্রের সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও হস্তান্তর করেন। লুভা নাহিদ চৌধুরী বলেন, আগে ছিল বেঙ্গল চলচ্চিত্র ফোরাম। দেশের চলচ্চিত্রশিল্পের গুণগতমান পরিবর্তনের লক্ষ্যে ও দর্শকগোষ্ঠীকে হলমুখী করার প্রয়াসে বেঙ্গল ক্রিয়েশনস নিয়মিত সুস্থ বিনোদনধর্মী চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় নির্মিত হতে চলেছে নতুন চলচ্চিত্র ‘বালিঘর’। অরিন্দম শীল চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘বালিঘর’ আমার নবম চলচ্চিত্র। সাতজন বন্ধু ১২ বছর পর একসঙ্গে মিলিত হয়েছে। দু’জন ঢাকার আর তিনজন কলকাতার। তারা শান্তি নিকেতনে পড়াশোনা করে বড় হয়েছে। কোন এক সময়ে তারা কক্সবাজারে একসঙ্গে জমায়েত হয়। সেখানে মুখোশের আড়ালে আসল বন্ধুত্ব বের হয়ে আসে। ওপার বাংলার জনপ্রিয় কতাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য রচিত ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘বালিঘর’ ছবিটিতে অভিনয় করবেন আবির চ্যাটার্জী, পার্ণো মিত্র, রাহুল ব্যানার্জী, কাজী নওশাবা আহমেদ, অনির্বাণ ভট্টাচার্য, নুসরাত ইমরোজ তিশা ও আরেফিন শুভ। সঙ্গীত আয়োজনে থাকবেন ভারতের বিক্রম ঘোষ ও বাংলাদেশের চিরকুট ব্যান্ড। গান করবেন পান্থ কানাই। চিত্রধারণ করবেন সৌভিক হালদার। উভয় দেশে যৌথ প্রযোজনার সরকারী অনুমোদন সাপেক্ষে এপ্রিল মাস থেকে দৃশ্যধারণ শুরু হবে। অরিন্দম জানান, কলকাতায় একদিন এবং শান্তি নিকেতনে দুই দিন শুটিং হবে। বাকি ১৬ দিন শূটিং হবে বাংলাদেশে।
×