ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই দলটার আরও ভাল করার সুযোগ আছে ॥ সুজন

প্রকাশিত: ০৫:৫৪, ২১ জানুয়ারি ২০১৮

এই দলটার আরও ভাল করার সুযোগ আছে ॥ সুজন

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের কোন কোচ নেই। গত নবেম্বরে চান্দিকা হাতুরাসিংহে পদত্যাগ করার পর আর কাউকে ওই দায়িত্বে নিয়োগ করা যায়নি। তবে হাতুরাসিংহে বাংলাদেশে এসেছেন বাংলাদেশেরই প্রতিপক্ষ হয়ে। শ্রীলঙ্কা দলের কোচ তিনি। এরপরও টানা দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে আগেভাগেই ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তার দাবি বাংলাদেশ দল এখন অনেক আত্মবিশ্বাসী এবং আরও ভাল করার সুযোগ আছে। তাই তিনি মনে করেন অনেক বিষয়ে উন্নতিও করতে হবে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুইয়েকে ৮ উইকেটে বিধ্বস্ত করে বাংলাদেশ দল। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় ১৬৩ রানের বড় ব্যবধানে যা ওয়ানডে ইতিহাসে টাইগারদের সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়। অথচ কোচ হাতুরাসিংহের হঠাৎ বিদায়ে বাংলাদেশ দল সমস্যায় পড়ে যাবে এমন শঙ্কা ছিল ক্রিকেটাঙ্গনে। কিন্তু বাস্তবে ঘটছে অন্যরকম। প্রতিপক্ষদের কোন সুযোগই দেয়নি টাইগাররা। খেলোয়াড়দের শরীরী ভাষায়ও দেখা গেছে ইতিবাচক পরিবর্তন। এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন শনিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, আত্মবিশ্বাসই বদলে দিচ্ছে বাংলাদেশকে। এ বিষয়ক প্রশ্নের উত্তরে সুজন বলেন, ‘চান্দিকার বিদায়ের পর কি পরিবর্তন এসেছে তা ভাল বলতে পারবে ক্রিকেটাররা। ব্যক্তিগতভাবে আমি মনে করি এখন সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী। দলের মধ্যকার পরামর্শগুলো ভাল হচ্ছে। আমরা চেষ্টা করি যে কোন দলীয় পরিকল্পনায় সবাইকে সম্পৃক্ত রাখতে। মাঠের সিদ্ধান্ত আসলে ক্রিকেটারদেরই নিতে হবে। তারা সবাই বেশ অভিজ্ঞ। আমার মনে হয় সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদদের মিলিয়ে বাংলাদেশের ড্রেসিংরুমে এখন প্রায় ৬০ বছরের অভিজ্ঞতা আছে। মাঠে সিদ্ধান্ত নেবার সামর্থ্য অবশ্যই তাদের আছে। আমাদের এই দলটার আরও ভাল করার সুযোগ আছে।’ আর এ সবই বদলে দিচ্ছে টিম বাংলাদেশকে। হয়ে উঠছে ক্রমেই অপ্রতিরোধ্য। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একের পর এক হারে ক্ষতবিক্ষত হয়েছিল মাশরাফি-সাকিব-মুশফিকদের আত্মবিশ্বাস। সেই হারানো আত্মবিশ্বাসে আরও বড় আঘাত দিয়েছিল চান্দিকার হঠাৎ বিদায়। সবমিলিয়ে একটা হ-য-ব-র-ল অবস্থায় পড়ে যাচ্ছিল যেন বাংলাদেশ দল। কিন্তু তাকে নিয়ে আর ভাবতে চান না ক্রিকেটাররা।
×