ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেইমার-কাভানিদের অগ্নিপরীক্ষা আজ

প্রকাশিত: ০৫:৫৩, ২১ জানুয়ারি ২০১৮

নেইমার-কাভানিদের অগ্নিপরীক্ষা আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে আজ আবারও মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ শক্তিশালী লিও। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে উনাই এমেরির দল। লীগ টেবিলেও দেখা যাচ্ছে তাদের সেই দাপট। মৌসুমের প্রথম ২১ ম্যাচে ১৮ জয় থেকে ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন নেইমার-কাভানিরা। কিন্তু আজকের ম্যাচটা হবে লিও’র মাঠে। যে কারণেই লীগ টেবিলের তিনে থাকা লিও আজ ছেড়ে কথা বলবে না। বরং ১১ পয়েন্ট ব্যবধানটা আরও কমিয়ে আনতে চায় লিও। পিএসজির যেমন রয়েছে নেইমার তেমনি লিও’র আছে নাবিল ফেকির। তাই আজ আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মাঠে নামবে স্বাগতিকরা। লিও’র প্রেসিডেন্ট জিয়ান মাইকেল আউলাস তো আবার নেইমারের চেয়েও নাবিলকে এগিয়ে রাখছেন। ম্যাচের আগে তিনি বলেন, ‘নেইমারবিহীন পিএসজির ম্যাচ দেখেছি আমি। এটা বলার অপেক্ষা রাখে না যে, সে দলকে বেশি কিছুই উপহার দিচ্ছে। তবে আমি নেইমারের চেয়ে নাবিলকেই এগিয়ে রাখতে চাই। নাবিল আমাদের ‘ছোট নেইমার।’ বার্ট্রান্ড ট্র্যাওরের ড্রিবলিংও দেখতে নেইমারের মতো।’ এ মৌসুমে পিএসজির হয়ে ১৫ গোল করেছেন নেইমার। নাবিল ফেকিরের গোলও নেইমারের সমান। তবে উড়ছেন এডিনসন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকারের গোলসংখ্যা ২০। আগামী ফেব্রুয়ারিতেই ৩১তম জন্মদিন পালন করবেন কাভানি। এ বয়সেও নিয়মিত গোল করাটাকে নেশায় পরিণত করেছেন সাবেক নেপোলির এই তারকা ফরোয়ার্ড। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ইতোমধ্যে তার নামের পাশে যোগ করেছেন ২৬ গোল। এর ফলে গোল্ডেন বুট জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি। গত সপ্তাহে দিজনের বিপক্ষে ম্যাচে গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পিএসজির এই উরুগুইয়ান স্ট্রাইকার। ১৫৬ গোল করে পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাকে ভাগাভাগি করে নেন তিনি। তার আগে এই রেকর্ডটাকে এককভাবে নিজের করে রেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সুইডিশ স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচ। তবে দিজনের বিপক্ষে ৮-০ গোলের জেতা ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটাকেও নিজের করে নিতে পারতেন কাভানি। কেননা ম্যাচের শেষ মুহূর্তে যে পেনাল্টি পেয়েছিল উনাই এমেরির দল। কিন্তু কাভানিকে সেই সুযোগ দেননি পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এর আগেই হ্যাটট্রিক পূর্ণ করা সাবেক বার্সিলোনার ফরোয়ার্ড পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষের জালে ব্যক্তিগত চার নাম্বার গোলটি করেন। এসব কারণে চরম হতাশ কাভানি। যে কারণেই প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে নতুন করে ঠিকানা গড়তে চলেছেন ৩০ বছর বয়সী এই উরুগুইয়ান। কোরিয়ের ডেল্লো স্পোর্ট তাদের এক প্রতিবেদনে সুস্পষ্ট করে বলেছে যে, এসব কারণে চলতি মৌসুমের শেষেই পিএসজি ছাড়তে চান কাভানি। সেই সুযোগটা কাজে লাগাতে চায় জুভেন্টাস। কাভানিকে আবারও ইতালির সিরি’এ লীগে ফেরাতে তারা নাকি পুরোপুরি প্রস্তুত। তাহলে কী আসলেই ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল পিএসজি ছাড়ছেন কাভানি? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×