ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত

প্রকাশিত: ০৫:৫২, ২১ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় টি২০ সিরিজ ‘নিদাহাস ট্রফি’ খেলবে শ্রীলঙ্কা। যেখানে বাকি দুই দল উপমহাদেশীয় ক্রিকেটের পরাশক্তি ভারত ও হালের আলোচিত বাংলাদেশ। ত্রিদেশীয় এই সিরিজের সময়সূচী প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে আগামী ৬ মার্চ মাঠে গড়াবে ‘নিদাহাস ট্রফি’র লড়াই। নিজেদের প্রথম ম্যাচে ৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। একদিন বিরতি দিয়ে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো। যার ফলে সিরিজে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই প্রতিযোগী ফাইনালের টিকেট পাবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এসএলসির সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ‘৭০ বছর বেশ লম্বা একটি সময়। আমরা আনন্দিত যে এমন একটি মুহূর্ত উদ্যাপনে সবচেয়ে কাছের দুই প্রতিবেশী আমাদের সঙ্গী হবে। প্রায় একই সময়ের স্বাধীনতার যাত্রা আমাদের। ক্রিকেটের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’ আর বন্ধুত্বের নিদর্শন হিসেবেই শ্রীলঙ্কা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান, ‘বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কার (এবং ভারতের) অবদান কখনা ভোলার নয়। শ্রীলঙ্কা যে বাংলাদেশ ক্রিকেটের কত ভাল বন্ধু এই আমন্ত্রণের মাধ্যমেই তা বোঝা যায়।’ এর আগে লঙ্কানদের স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে ১৯৯৮ সালে আয়োজিত হয়েছিল নিদাহাস ট্রফি। ওয়ানডে ফরমেটের ঐ আসরে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ভারত ক্রিকেট দল। তবে এবার একদিনের প্রতিযোগিতা থেকে সরে এসে আসরটি টি২০ ফরমেটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি২০ সিরিজ সিরিজের সূচী তারিখ ম্যাচ ৬ মার্চ’ ২০১৮ শ্রীলঙ্কা বনাম ভারত ৮ মার্চ’ ২০১৮ বাংলাদেশ বনাম ভারত ১০ মার্চ’ ২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১২ মার্চ’ ২০১৮ শ্রীলঙ্কা বনাম ভারত ১৪ মার্চ’ ২০১৮ বাংলাদেশ বনাম ভারত ১৬ মার্চ’ ২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১৮ মার্চ’ ২০১৮ ফাইনাল
×