ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লেয়ার্স ড্রাফটের পরও ক্লাব নিশ্চিত নয় মাশরাফিদের

প্রকাশিত: ০৫:৫২, ২১ জানুয়ারি ২০১৮

প্লেয়ার্স ড্রাফটের পরও ক্লাব নিশ্চিত নয় মাশরাফিদের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটারদের পারিশ্রমিক সীমিত করা হয়েছিল আগেই। পারিশ্রমিকের সামঞ্জস্য রাখার জন্য এবং সবগুলো ক্লাবের দলগত শক্তির তারতম্য রোধে করা হয়েছিল গ্রেডিং পদ্ধতি এবং ‘প্লেয়ার্স ড্রাফট’। এবার আরও কমেছে খেলোয়াড়দের পারিশ্রমিক। শনিবার প্লেয়ার্স ড্রাফটও অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এক হোটেলে সকালে অনুষ্ঠিত সেই ড্রাফটে বড় চমক দেখিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। এছাড়া তামিম ইকবালকে কলাবাগান ক্রীড়াচক্র, সাকিব আল হাসানকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুশফিকুর রহীমকে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মুস্তাফিজুর রহমানকে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব দলে টেনেছে। কিন্তু এখানেই শেষ নয়, প্লেয়ার্স ড্রাফটে পাওয়া ক্রিকেটারদেরই ক্লাবগুলো নিশ্চিতভাবে পাচ্ছে তা বলা যাবে না। কারণ এবার ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম) একটি ধারা রেখেছে ক্লাবগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে খেলোয়াড় বিনিময় করতে পারবে পরস্পরের মধ্যে। বিষয়টি জানিয়েছেন সিসিডিমের নতুন চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। অর্থাৎ প্লেয়ার্স ড্রাফটের পরও নিশ্চিত হয়নি মাশরাফি-তামিম-সাকিবরা কোন ক্লাবের হয়ে খেলবেন। এবার ১২টি ক্লাবের জন্য আইকন হিসেবে ১২ ক্রিকেটারের নাম ঘোষণা করে সিসিডিএম। সেই তালিকায় আইকন হিসেবে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন। আর সাব্বির রহমান ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হওয়ায় তিনি খেলোয়াড় তালিকাতেই নেই এবার। তবে তাদের গায়ে ‘আইকন’ তকমা থাকলেও পারিশ্রমিকে একটি তারতম্য বেঁধে দেয়া হয়। ৫ জন খেলোয়াড়ের পারিশ্রমিক ৩৫ লাখ টাকা করে নির্ধারিত হয়। সেই পাঁচ ক্রিকেটার হচ্ছেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ। গত আসরে এ কয়জন যে পারিশ্রমিক পেয়েছেন সে তুলনায় প্রায় ১০ থেকে ২০ লাখ টাকা কম এটি। বাকি ৭ ‘আইকন’ খেলোয়াড়কে ২৫ লাখ টাকা করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়। এ সাত খেলোয়াড় হলেন ইমরুল, মুস্তাফিজ, নাসির, মিরাজ, লিটন, রুবেল ও বিজয়। শনিবার প্লেয়ার্স ড্রাফটে বেশ কয়েকটি ক্লাব আইকনদের মধ্যে থেকে কাউকে নেয়নি, আবার দুয়েকটি ক্লাব একাধিক খেলোয়াড়কে দলে টেনেছে। যেমন আবাহনীতে নাসির ও মিরাজ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে মাহমুদুল্লাহ ও রুবেল এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবে মুস্তাফিজ ও লিটন- ৬ আইকন গেছেন তিনটি ক্লাবে। বাকি ৬ জনের মধ্যে মাশরাফি শাইন পুকুরে, সাকিব মোহামেডানে, মুশফিক রূপগঞ্জে, তামিম কলাবাগানে, ইমরুল গাজী গ্রুপ ক্রিকেটার্সে ও বিজয় খেলাঘর সমাজকল্যাণে। আইকনদের এবং অন্য ক্রিকেটারদের আপাতত প্লেয়ার্স ড্রাফটে দলে ভিড়ালেও অনেকেরই সেই ক্লাবের হয়ে খেলা নিশ্চিত হয়নি এখনও। বিষয়টি বেশ বিস্ময়করই। এত নিয়ম আর ধারা, খেলোয়াড়দের পারিশ্রমিক সঙ্কুচিত করে দেয়ার পরও প্লেয়ার্স ড্রাফটে পাওয়া দলে নিশ্চিত ঠিকানা হয়নি ক্রিকেটারদের। কারণ খোদ মাশরাফি ও বিজয়কে পেতে মরিয়া আবাহনী দু’জনের কাউকেই পায়নি। এ জন্য ক্লাবগুলোর সঙ্গে আবাহনী কথাও বলেছে। শাইনপুকুর ইতোমধ্যেই নাকি মাশরাফিকে ছাড়তে সম্মতি দিয়েছে। আবার তামিমকেও ধরে রাখতে চায় না কলাবাগান, তাকে পেতে প্রস্তুত হয়ে আছে রূপগঞ্জ। এ বিষয়ে সিসিডিএম চেয়ারম্যান জানালেন খেলোয়াড় বিনিময়ের একটি ধারা রাখা হয়েছে এবারের নীতিমালায়। তিনি বলেন, ‘অনেকগুলো ক্লাব আমাদের কাছে অনুরোধ করেছে। তাই আমরা এবার একটি ক্লজ রেখেছি যেটাতে দুটি ক্লাব ইচ্ছে করলে আলোচনার ভিত্তিতে খেলোয়াড়দের বদল করতে পারবে।’ কাজী এনামের এমন কথার পরই পরিষ্কারভাবে জানা গেল এমন কোন নিয়ম করা হয়েছিল। তাহলে এখন প্রশ্ন এসে যায় প্লেয়ার্স ড্রাফটের প্রয়োজন কী ছিল? আগে যেমন ক্লাবগুলো দলবদলের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে নিত, সেটাই বহাল হয়ে যাচ্ছে না এর মাধ্যমে? ক্লাবগুলো শনিবারই দল সাজিয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) মাঠে গড়ানোর কথা। যারা প্লেয়ার্স ড্রাফটেও দল পাননি তাদের মধ্যে থেকেও আলোচনার ভিত্তিতে ক্লাবগুলো ক্রিকেটারদের নিতে পারবে। এমনটাও জানা গেছে। প্লেয়ার্স ড্রাফট অনুসারে ডিপিএলের ১২ ক্লাবের স্কোয়াড গাজী গ্রুপ ক্রিকেটার্স ॥ ইমরুল কায়েস, আসিফ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, জাকের আলী, নাঈম হাসান, টিপু সুলতান, শহিদুল ইসলাম, নুরুজ্জামান, শফিউল হক, রাসেল আল মামুন, মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, আবু হায়দার। প্রাইম দোলেশ্বর ॥ লিটন দাস, মুস্তাফিজুর রহমান, ফজলে রাব্বি, ইমরান আলী, ফরহাদ হোসেন, নাসুম আহমেদ, আরাফাত সানি জুনিয়র, দেওয়ান সাব্বির, ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, মোহাম্মদ শরিফউল্লাহ। আবাহনী লিমিটেড ॥ নাসির হোসেন, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, হোসেন আলি, মোহাম্মদ রাকিব, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ॥ মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মনির হোসেন খান, দেলোয়ার হোসেন, সাজ্জাদুল হক রিপন, এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, শানাজ আহমেদ, মেহেদী মারুফ, জাকির হাসান, আরিফুল হক, আল-আমিন জুনিয়র, নাহিদুল ইসলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাব ॥ সাকিব আল হাসান, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আজিম, এবাদত হোসেন, বিশ্বনাথ হালদার, জনি তালুকদার, আমিনুল ইসলাম, সাঈদ সরকার, তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার, শুভাশীস রায়। শেখ জামাল ধানম-ি ক্রিকেট ক্লাব ॥ আবু জায়েদ চৌধুরী, নাজমুল ইসলাম অপু, সৈকত আলী, সাজেদুল ইসলাম, পিনাক ঘোষ, মোহাম্মদ হাসানুজ্জামান, রবিউল হক, শেখ নাজমুল হোসেন, মাহমুদুল হক সেতু, জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান সোহান, তানভীর হায়দার, ইলিয়াস সানি। লিজেন্ডস অব রূপগঞ্জ ॥ মুশফিকুর রহীম, আব্দুল মজিদ, তুষার ইমরান, অভিষেক মিত্র, মোহাম্মদ শহীদ, নাঈম শেখ, নাজমুল হোসেন মিলন, মেহেদী হাসান, সালাউদ্দিন পাপ্পু, রুবেল মিয়া, মোশাররফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম। ব্রাদার্স ইউনিয়ন ॥ ইয়াসির আলী চৌধুরী, খালেদ আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, ইফতেখার সাজ্জাদ, মেহেদী হাসান রানা, শাকিল হোসেন, মেহরাব হোসেন জোশি, রনি হোসেন, নাজমুস সাদাত, অলক কাপালী, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান। কলাবাগান ক্রীড়াচক্র ॥ তামিম ইকবাল, তাইবুর রহমান, রাহাতুল ফেরদৌস, জসিম উদ্দিন, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, ফারুক হোসেন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান। খেলাঘর সমাজকল্যাণ সমিতি ॥ এনামুল হক বিজয়, নূর আলম সাদ্দাম, মইনুল ইসলাম, মাহিদুল ইসলাম ভুঁইয়া, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ নাজিমউদ্দিন, নির্জন ভদ্র, মাসুম খান, জাকারিয়া মাসুদ, নাফীস ইকবাল, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, তানভির ইসলাম, রাফসান আল মাহমুদ। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ॥ মাশরাফি বিন মর্তুজা, রায়হান উদ্দিন, তৌহিদ তারেক খান, নাঈম ইসলাম জুনিয়র, ফারদিন হাসান অনি, আলী আহমেদ মানিক, সুজন হাওলাদার, আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ॥ আল-আমিন হেসেন, ধীমান ঘোষ, সালমান হোসেন, শাহবাজ চৌহান, সাইমন আহমেদ, ইসলামুল আহসান, গোলাম কবীর, সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, আজমীর আহমেদ।
×