ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিম্বাবুইয়ের কাছে হারলেই বিদায়

লঙ্কানদের বাঁচা-মরার লড়াই আজ

প্রকাশিত: ০৫:৫১, ২১ জানুয়ারি ২০১৮

লঙ্কানদের বাঁচা-মরার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দশ বছর আগের ত্রিদেশীয় সিরিজ আর এবারের ত্রিদেশীয় সিরিজের মধ্যে কত পার্থক্য হয়ে গেল। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতেই সেই সিরিজে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি জিম্বাবুইয়ে। আর এবার জিম্বাবুইয়ের কাছে ধরাশায়ী হচ্ছে শ্রীলঙ্কা। সিরিজে জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। এরপর শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছেও হেরেছে। তাতে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার অবস্থা দাঁড় হয়েছে। আজ আবার জিম্বাবুইয়ের বিপক্ষে লড়াই করবে শ্রীলঙ্কা। ম্যাচটিতে যদি হারে শ্রীলঙ্কা তাহলে সিরিজ থেকে বিদায় ঘটবে। ফাইনালে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এর আগে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ে বাংলাদেশের মাটিতেই ত্রিদেশীয় সিরিজ খেলে। সেই সিরিজে শ্রীলঙ্কারই দাপট ছিল। শুধু ফাইনালে ওঠাই নয়, লঙ্কানরা চ্যাম্পিয়নও হয়েছিল। এবার ত্রিদেশীয় সিরিজে সেই দলটিই কিনা এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। সিরিজে টানা দুই ম্যাচ হেরেই বিপদে পড়ে গেছে। এখন ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচটিতে জিততেই হবে শ্রীলঙ্কাকে। আজ যদি শ্রীলঙ্কা হারে তাহলে জিম্বাবুইয়ে উল্টো ফাইনালে উঠে যাবে। তখন দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে জিম্বাবুইয়ে। সিরিজে এ মুহূর্তে বাংলাদেশ সব থেকে এগিয়ে রয়েছে। দুই ম্যাচের দুটিতেই জিতেছে। জিম্বাবুইয়েকে ৮ উইকেটে হারানোর পর শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েছে। পরের অবস্থানে আছে জিম্বাবুইয়ে। বাংলাদেশের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে জিতেছে। একটি জয় পেয়েছে। একটি ম্যাচে হেরেছে। শ্রীলঙ্কা দুটি ম্যাচেই হেরেছে। বাংলাদেশের পয়েন্ট এখন ১০। জিম্বাবুইয়ের ৪। শ্রীলঙ্কার ০। সিরিজে সবচেয়ে খারাপ অবস্থায় আছে শ্রীলঙ্কা। আজ যদি শ্রীলঙ্কা জিতে তাহলেও লঙ্কানদের ফাইনালে খেলা নিশ্চিত নয়। তখন শ্রীলঙ্কাকে ২৩ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি সেই ম্যাচটিতে বাংলাদেশ জিতে তাহলে সিরিজের শেষ ম্যাচে ২৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই হবে। কিন্তু যদি বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুইয়ে জিতে তাহলে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই শুধু হবে না, ভালভাবেই জিততে হবে। তা না হলে বাংলাদেশ ও জিম্বাবুইয়ে ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বাংলাদেশের রানরেট অনেক ভাল আছে। পয়েন্টেও বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে। ত্রিদেশীয় সিরিজে বোনাস পয়েন্ট পাওয়ার সুবিধা আছে। যদি কোন দল ১.২৫ রানরেট নিয়ে ম্যাচ জিততে পারে তাহলে ১টি বোনাস পয়েন্ট মিলবে। বাংলাদেশ যেমন বোনাস পয়েন্টসহ ১০ পয়েন্ট পেয়েছে। ম্যাচ জিতলে ৪ পয়েন্ট। বোনাস ১ পয়েন্ট। সেই হিসেবে বাংলাদেশ থেকে জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কা পিছিয়েই থাকছে। যেহেতু বাংলাদেশ বোনাস পয়েন্টসহ এগিয়ে রয়েছে, তাই ফাইনালে খেলতে হলে শ্রীলঙ্কার আজ জেতার বিকল্প কোন পথ খোলা নেই। হারলেই বিদায় ঘণ্টা বাজবে। শ্রীলঙ্কা যে করে হোক জিততে চায়। এ্যাঞ্জেলো ম্যাথুস ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারায় দলের অধিনায়ক ছিলেন দিনেশ চান্দিমাল। তিনি বলেছেন, ‘আমাদের পারফর্মেন্স নিয়ে খুবই হতাশ। ওয়ানডে ক্রিকেটে আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। যদি এখন এক ম্যাচ জিতি, স্থানে বজায় থাকব। এখনও আমাদের সুযোগ আছে। সিরিজে এখনও টিকে আছি।’ সেই টিকে থাকতে হলে আজ জিততে হবে। জিম্বাবুইয়েও ছাড় দেবে না। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ওয়ানডে জিতেছে। গত বছর জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে, শেষ দুই ম্যাচে জিতে সিরিজ জিতেছে। এরপর আর শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে মুখোমুখি হয়নি। ত্রিদেশীয় সিরিজে দুই দলের প্রথম লড়াইয়ে জিম্বাবুইয়েই বাজিমাত করেছে। তাতে করে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুইয়ে টানা তিন ওয়ানডে জিতেছে। এই জয়গুলো জিম্বাবুইয়েকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। জিম্বাবুইয়ে ক্রিকেটারদের কণ্ঠে বারবার একটি কথাই বের হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ফল তাদের আত্মবিশ্বাস দিচ্ছে। যদিও সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি জিম্বাবুইয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। ১২ রানে জয়ও তুলে নিয়েছে। যে জয়টি আজকের ম্যাচে জেতার আত্মবিশ্বাস দিচ্ছে। এখন দেখা যাক, শ্রীলঙ্কা জিতে না জিম্বাবুইয়ে। শ্রীলঙ্কা জেতা মানে সিরিজের উত্তাপ টিকে থাকা। শ্রীলঙ্কারও টিকে থাকা নিশ্চিত হওয়া। আর হারা মানেই জিম্বাবুইয়ে ফাইনালে উঠে যাবে। তখন ২৭ জানুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে জিম্বাবুইয়ে। শ্রীলঙ্কা কী তা হতে দেবে না আজই বিদায় নেবে?
×