ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনে হলিডে কাটালেন তেভেজ

প্রকাশিত: ০৫:৫১, ২১ জানুয়ারি ২০১৮

চীনে হলিডে কাটালেন তেভেজ

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে নতুন এক ইতিহাস গড়েন কার্লোস তেভেজ। মেসি-রোনাল্ডো-নেইমারদের ছাড়িয়ে দলবদলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে চাইনিজ সুপার লীগের দল সাংহাই শেনহুয়াতে যোগ দেন তিনি। তবে চীন-যাত্রাটা সফল হয়নি সাবেক ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। যে কারণে চলতি মাসে আবারও স্বদেশী ক্লাব বোকা জুনিয়র্সে নতুন করে ঠিকানা গড়েন তেভেজ। আর শৈশবের ক্লাবে ফিরেই তেভেজ জানান, ‘চীনের সময়টা খুব ভাল কেটেছে। কেননা সেখানে আমি সাত মাসের ছুটিতে ছিলাম।’ ২০১৬ সালের ডিসেম্বরে সপ্তাহে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডের বিনিময়ে সাংহাই শেনহুয়াতে যোগ দেন তেভেজ। বাংলাদেশী মুদ্রায় যা সাত কোটি ৪১ লাখ টাকা। ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের দাবি, এই টাকাটা চীনে ছুটি কাটিয়েই পেয়েছেন তিনি। অথচ ক্যারিয়ারের গোধূলি বেলায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তেভেজ। শুধু তাই নয়, মাঠের পারফর্মেন্সেও আর্জেন্টাইন ফরোয়ার্ড ছিলেন নিজের ছায়া! চাইনিজ লীগের সাত মাসে খেলেছেন মাত্র ১৬ ম্যাচ। এই সময়ে চারটি মাত্র গোলের দেখা পান তিনি। তবে চীনে যাওয়ার পর থেকেই আর্জেন্টিনায় ফেরার স্বপ্ন দেখতেন তিনি। এ বিষয়ে তেভেজ বলেন, ‘আমি যখন চীনে পা রাখি ঠিক তখনই বোকায় ফিরতে চেয়েছিলাম।’ চীনের অল্প সময়ের অভিজ্ঞতা থেকে তেভেজ এ সময় আরও বলেন, ‘দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের শিশুরা শিখতে চায়, কিভাবে ফুটবল খেলতে হয়। কিন্তু এখানে (চীন) তেমনটা নয়। যে কারণেই কৌশলগত দিক দিয়ে এখানকার ফুটবলাররা খুব ভাল নয়। তাদের ফুটবলটা একটু আলাদা। এটাকে ভিন্নভাবে বিবেচনা করে সেখানকার মানুষ। তাই আমি মনে করি আগামী ৫০ বছরেও দক্ষিণ আমেরিকা কিংবা ইউরোপের সমান পর্যায়ে পৌঁছাতে পারবে না চীনের ফুটবল।’
×