ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডুমিনি এক ওভারেই করলেন ৩৭ রান

প্রকাশিত: ০৫:৫১, ২১ জানুয়ারি ২০১৮

ডুমিনি এক ওভারেই করলেন ৩৭ রান

স্পোর্টস রিপোর্টার ॥ এক ওভারে ৩৭ রানের হিসাব করতে বসলে মনে হতে পারে ৬টি ছক্কার পাশাপাশি একটি নো-বলের বাড়তি পাওনার কথা। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে কাপে জেপি ডুমিনি যে ঝড় তুললেন সেটা এই হিসেবের অনেকটা কাছাকাছি গেছে। কেপ কোবরাসের হয়ে নাইটসের বিপক্ষে ওই ম্যাচে ৩৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডুমিনি। প্রোটিয়া জাতীয় দলের এই নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান যে বোলারের ওপর ঝড় বইয়ে দিয়েছেন তার নাম এডি লেই। ওভারের প্রথম ৪ বলেই ৪টি ছক্কা হাঁকান ডুমিনি। পঞ্চম বলে এসেছে ২ রান। শেষ বলটি করতে এসে নো বল করে বসেন লেই। শেষ বৈধ বলটিতে আরও একটি ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান নেয়ার রেকর্ড গড়লেন ডুমিনি। ফলে ৩৩ বছর বয়সী ডুমিনি ছাড়িয়ে গেলেন হার্শেল গিবসের এক ওভারে ৩৬ রানের রেকর্ড। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড গড়েছিলেন বিধ্বংসী হার্শেল গিবস। বলার অপেক্ষা রাখে না আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই রেকর্ড। তবে কেবল লিস্ট ‘এ’ ক্রিকেট হিসেব করলে এক ওভারে সর্বোচ্চ রানের মালিক জিম্বাবুইয়ের এলটন চিগুম্বুরা। ঝড়টা তিনি বইয়ে দিয়েছিলেন সাবেক বাংলাদেশ পেসার আলাউদ্দিন বাবুর ওপর দিয়ে। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লীগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের হয়ে সেই ঝড়ো ইনিংসটি খেলেছিলেন চিগুম্বুরা। আলাউদ্দিন বাবুর এক ওভারে নিয়েছিলেন ৩৯ রান। ডুমিনির রেকর্ডের দিনে তার দল ২৩৯ রান তাড়া করে ৩৬ ওভারেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়।
×