ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আকুর লেনদেনে ফের চালু হলো ইউরো

প্রকাশিত: ০৫:৪৭, ২১ জানুয়ারি ২০১৮

আকুর লেনদেনে ফের চালু হলো ইউরো

বাংলাদেশ ও পার্শ্ববর্তী নয়টি দেশের অলিখিত বাণিজ্য জোট এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মধ্যে লেনদেন সংক্রান্ত দেনা পরিশোধের ক্ষেত্রে বিদেশী মুদ্রা হিসেবে ইউরোর ব্যবহার ফের চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ার নতুন করে যুক্ত হয়েছে জাপানী মুদ্রা ইয়েন। ফলে আকুর দেনা পরিশোধে ইউএস ডলার, ইউরো এবং জাপানী ইয়েনে ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বিদেশী মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠানো হয়। বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা ২০০৯-এর ৩ অধ্যায়ের ২ অনুচ্ছেদ অনুসারে ২০১৬ সালের ২৭ জুলাই এডি ব্যাংকগুলোকে আকুর দেনা পরিশোধের ক্ষেত্রে ইউরোর ব্যবহার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে কেবল ইউএস ডলারে আকুর দেনা পরিশোধ করে আসছে এডি ব্যাংকগুলো। -অর্থনৈতিক রিপোর্টার
×