ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটের পাতা থেকে চা উৎপাদন কারখানা

প্রকাশিত: ০৫:৪৭, ২১ জানুয়ারি ২০১৮

পাটের পাতা থেকে চা উৎপাদন কারখানা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাটের পাতা থেকে পানীয় (সবুজ চা) উৎপাদন কারখানা হচ্ছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের অর্থায়নে সরিষাবাড়ী উপজেলার ঝালুপাড়া এলাকায় এই কারখানা স্থাপন করা হচ্ছে। এই কারখানা স্থাপনে ব্যয় ধরা হয়েছে এক কোটি ১৬ লাখ টাকা। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার বিকেলে পাটের পাতা থেকে পানীয় (সবুজ চা) উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে বাংলাদেশ পাটকল করপোরেশন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, চা শিল্পে যোগ হচ্ছে পাটের পাতা থেকে চা। এতে পাট ও চা শিল্প সমৃদ্ধ হবে। এ এলাকার বহু মানুষের বাড়তি কর্মসংস্থান হবে। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে পাটকে নানাভাবে ব্যবহারের চেষ্টা চলছে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন উদ্ভাবন এই সবুজ চা। -নিজস্ব সংবাদদাতা, জামালপুর
×