ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেধাবী তরুণরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে॥স্পীকার

প্রকাশিত: ০৪:৪৭, ২১ জানুয়ারি ২০১৮

মেধাবী তরুণরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে॥স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মেধাবী তরুণরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজ নিজ মেধার স্বাক্ষর রাখছে; জাতি হিসেবে এটা আমাদের গর্ব। উৎসাহ ও অনুপ্রেরণার পাশাপাশি সুযোগ তৈরি করে দিলে তরুণ প্রজন্ম ভবিষ্যতে সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। শনিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘আউটস্টান্ডিং কেমব্রিজ লারনার এ্যাওয়ার্ডস’ শীর্ষক সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। স্পীকার পুরস্কারপ্রাপ্ত ও তাদের অভিভাবক, শিক্ষক, প্রতিষ্ঠানের প্রশংসা করে বলেন, এ পুরস্কার অর্জন বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক। শিক্ষার্থীদের এ সাফল্য প্রমাণ করে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এ সাফল্য একটি সিঁড়ি যা বাংলাদেশকে পৌঁছে দেবে জ্ঞাননির্ভর বিশ্বে। অনুষ্ঠানে অর্থনীতি, গণিত, পদার্থ, ইংরেজীসহ বিভিন্ন বিষয়ের ওপর সর্বোচ্চ ফল অর্জনকারী ৫৮ শিক্ষার্থীকে ‘টপ ইন ওয়ার্ল্ড’ ও ‘টপ ইন কান্ট্রি’ পুরস্কারে ভূষিত করা হয়। এসময় শিক্ষার্থীরা স্পীকারের কাছ থেকে সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন ডিরেক্টর এনড্রিয়ানি পাপাপেরিসিলেয়াস। ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিম ভারত ও বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের ম্যানেজার সত্যজিত সরকার। এছাড়া বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম। অনুষ্ঠানে উপস্থিত কেমব্রিজ এ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের মার্কেটিং, কমিউনিকেশন ও কাস্টমার বিভাগের ডেপুটি ডিরেক্টর এ্যাড্রু কুমবে, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, পুরস্কারপ্রাপ্তদের অভিভাবক ও প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষবৃন্দ।
×