ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:৪৫, ২১ জানুয়ারি ২০১৮

 ফেনীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে  গলা কেটে হত্যা

বিডিনিউজ ॥ ফেনীর দাগনভূঁইয়ায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাতুভূইয়া বাজার সংলগ্ন একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে দাগনভূইয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান। নিহত ফখরুল উদ্দিন চৌধুরী (৩০) দাগনভূইয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। এ ঘটনায় হিরো ও বাহাদুর নামে ফখরুলের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। ফখরুলের বড় বোন শাহীনুর আক্তার জেসমিন বলেন, ফখরুলের ব্যবহৃত একটি মোটরসাইকেল গত ৬ জানুয়ারি আটক করে তার বন্ধু হিরো ও বাহাদুর। কিন্তু মোটরসাইকেল পুলিশ আটক করেছে বলে তারা ফখরুলের কাছে ১০ হাজার টাকা দাবি করে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার বন্ধু হিরো ফোন করে ১০ হাজার টাকা নিয়ে বাসার নিচে নামতে বলে। পরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাসা থেকে নিচে নামলে তারা ফখরুলকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেলে রাতে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তার বড় ভাই নিজাম উদ্দিন চৌধুরী বলেন, শনিবার দুপুরে মাতুভূইয়া বাজার সংলগ্ন একটি জমিতে এক যুবকের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের সঙ্গে সেখানে গিয়ে লাশটি ফখরুলের বলে শনাক্ত করি। দাগনভূইয়া পৌর যুবলীগের সহ-সম্পাদক পারভেজ সওদাগরের নেতৃত্বে ফখরুলের দুই বন্ধু হিরো ও বাহাদুর তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
×