ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্যাবের মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনে ফখরুল

বিএনপির রূপরেখা যথাসময়ে জানানো হবে

প্রকাশিত: ০৪:৪৫, ২১ জানুয়ারি ২০১৮

বিএনপির রূপরেখা যথাসময়ে জানানো হবে

স্টাফ রিপোর্টার ॥ ভরাডুবির ভয়ে সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু ভোট হলে হারের শঙ্কা থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে চাইছে না সরকার। তিনি বলেন, নির্বাচন সময়ের সরকারের বিষয়ে বিএনপির রূপরেখা যথা সময়ে জানানো হবে। তিনি বলেন, আমরা বার বার বলেছি নির্বাচন সময়ে একটা নিরপেক্ষ সরকার চাই। কিন্তু সে কথা সরকার শুনছে না। সে কথায় তারা যেতেও চান না। তারা জানে নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয় আর সব মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে তাদের ভরাডুবি হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্বাচনের যে অবস্থান সেটা অত্যন্ত স্পষ্ট। আমরা বলেছি, আমরা একটা সমান্তরাল ক্ষেত্র চাই ও নিরপেক্ষ সরকার চাই। যেখানে নির্বাচনে অংশ নিতে একটা উপযুক্ত পরিবেশ পাই। কিন্তু বর্তমান সরকার জানে নিরপেক্ষ নির্বাচন হলে তারা কখনই ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সারাদেশে প্রতিদিনই গ্রেফতার চলছে। আর সরকার নির্বাচনের কথা বলছে। এমন পরিবেশ থাকলে সেখানে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? বিএনপি মহাসচিব বলেন, আমরা আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না। কারণ, তাদের অধীনে কোন দিন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বিএনপির নির্বাচন সময়ের সরকার প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুরই একটি সময় থাকে। সেই সঠিক সময়ে অর্থাৎ যথাসময়ে অবশ্যই নির্বাচন সময়ের সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে আমরা তুলে ধরব। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সিরাজউদ্দিন আহমেদ, আতাউর রহমান ঢালী প্রমুখ। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপে তাদের ভোট কমছে- মওদুদ ॥ আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপে তাদের ভোট কমছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ইয়ুথ ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে জেনেই এ নির্বাচন স্থগিত করা হয়েছে মন্তব্য করে মওদুদ বলেন, আমাদের দলের নেতাদের মামলায় কোন বেল দিলে পরের দিন তারা চেম্বার জজের কাছে গিয়ে তা স্থগিত করে নেয়। সরকার যদি ডিএনসিসি নির্বাচন নিয়ে সিরিয়াস হতো তাহলে এ্যাটর্নি জেনারেল নির্বাচন স্থগিতের পরের দিন গিয়ে কেন স্থগিত করার ব্যবস্থা করলেন না? সুতরাং এটা বোঝা যায়, সরকার ও নির্বাচন কমিশন পরিকল্পনা করে রিট করেছেন এবং তারা চেয়েছেন এ নির্বাচন স্থগিত থাকুক। কারণ, তারা জানে এ নির্বাচনে তাদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে। জাতীয় নির্বাচন আসছে সামনে, এজন্য তারা ঝুঁকি নিতে চাননি। এটা সবারই জানা।কারণ, দেশের মানুষ এত বোকা না। ব্যারিস্টার মওদুদ বলেন, আমাদের ওপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চলছে। তারা টিম গঠন করেছে জাতীয় নির্বাচনের জন্য। আর আমরা অনেকটা বন্দী অবস্থায় আছি। আমাদের সভা করতে দেয় না, ঘরোয়া একটা বৈঠক করতে দেয় না। তিনি বলেন, সরকার বিএনপিকে একেবারে দুর্বল ও নিশ্চিহ্ন করে দিতে চায়। মওদুদ বলেন, বিএনপির জনপ্রিয়তা অনেক বেড়েছে। কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা কমছে। তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে প্রতিটি পদক্ষেপে তাদের ভোট কমছে। সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে তাতে তাদের যে জনপ্রিয়তা কমে গেছে সেটা তারা নিজেরাই প্রমাণ করেছে। তবে বিএনপি নির্বাচনী মাঠে নামলে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে। এটা বলার অপেক্ষায় রাখে না আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান শামীমের সভাপতিত্বে ও মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ। আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতা দখলের প্রকল্প হাতে নিয়েছে- খসরু ॥ আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতা দখলের প্রকল্প হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে নিজেদের পরাজয় বুঝতে পেরে আওয়ামী লীগ পিছু হটেছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের পরাজয় হবে এবং বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় আসবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খসরু বলেন, আজকে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না? তিনি বলেন, সরকার কোর্টের ওপর বন্দুক রেখে একের পর অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে হাইকোর্টের মাধ্যমে নির্বাচন বন্ধ করেছে। খসরু বলেন, ডিএনসিসির নির্বাচনী তফসিল ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের মাধ্যমে আমরাই প্রথম মেয়র প্রার্থী ঘোষণা করেছিলাম। দলের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেমেও পড়েছিল। কিন্তু আওয়ামী লীগ তাদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বন্ধ করে দিয়েছে কোর্টের মাধ্যেমে। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
×