ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

প্রকাশিত: ০৪:৪২, ২১ জানুয়ারি ২০১৮

উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

স্টাফ রিপোর্টার ॥ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূকম্পন হয়েছে। শনিবার সকাল সাতটা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূকম্পন হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। এই মাত্রায় ভূমিকম্প হলেও বিশেষজ্ঞরা মৃদু ভূমিকম্প হিসেবেই উল্লেখ করেন থাকেন। তবে এর ফলে দেশের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের গৌরীপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৭২ কিলোমিটার উত্তর দিকে। এক কর্মকর্তা বলেন, দেশের রংপুর থেকে উত্তর-পূর্ব দিকে সীমান্ত এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়। মাত্র পাঁচ সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্পটির। আসামসহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও এর কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের গৌরীপুরে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে চার দশমিক ছয়। গৌরীপুর কুড়িগ্রাম সীমান্তে ৩০ কিলোমিটারের মধ্যে, কুড়িগ্রাম জেলা সদর থেকে স্থানটির দূরত্ব ৭৭ কিলোমিটার। মৃদু এই ভূমিকম্পের ফলে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর ফলে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এসব জেলার অনেকেই ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্প অনুভূত হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী। ভূমিকম্পের মাত্রা কম থাকলেও অনেকে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। স্টাফ রিপোর্টার, নীলফামারী ও নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর থেকে জানান, প্রচ- শীতে লেপ কম্বল ও চাদর মুড়ি দিয়ে মানুষজন যখন ঘুমাচ্ছিলেন, তখনই উত্তরাঞ্চলের নীলফামারীসহ পার্শ্ববর্তী এলাকা সমূহে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল সাতটা ১৫ মিনিট হতে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী এ ভূক¤পন অনুভূত হয়। কনকনে শীতে মানুষ কাঁবু হয়ে থাকলেও কম্পনের ঝাঁকুনিতে সব কিছু ফেলে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ দিকে, পার্বতীপুরে শনিবার সকাল ৭.৩০ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। কম্পন স্থায়ী থাকে ৩০ সেকেন্ড। প্রচ- শীতের সকালে ভয়ে আতঙ্কে শহরের লোকজন ঘরবাড়ি থেকে বের হয়ে ফাঁকা জায়গায় অবস্থান নেয় । কম্পনের কারণে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
×