ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এনএসইউতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রকাশিত: ০৪:২৪, ২১ জানুয়ারি ২০১৮

এনএসইউতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার ॥ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শনিবার অনুষ্ঠিত হল স্প্রিং ২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। চারটি অনুষদের ১৬ বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় অনুষ্ঠানে। নতুন ভর্তি হওয়া দুই হাজার ২৪১ শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাস্থান অর্জনকারী ৪৯ শিক্ষার্থীকে টিউশন ফি’র ওপর ১০০ ভাগ পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) এবং হেলথ এ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ডের সদস্য এম এ কাশেম, বেনজির আহমেদ, এম এ হাশেম, রেহানা রহমান, ইয়াসমিন কামাল, বিজনেস এ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান, হিউম্যানিটিস এ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আবদুর রব খান এবং ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এম আরশাদ চৌধুরী। এ সময় সিনিয়র শিক্ষক, বিভাগীয় প্রধান এবং উর্ধতন কর্মকর্তাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ২২টি শিক্ষার্থী ক্লাবের বুথ পরিদর্শন করেন। পরে এনএসইউ সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
×