ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৮, ২১ জানুয়ারি ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় প্রস্তুতি-৯, বহুনির্বাচনী-২০ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। নবান্ন উৎসবে কোন দেবীর পূজা করা হয়? (ক) সরস্বতী (খ) লক্ষ্মী (গ) দুর্গা (ঘ) মনসা। ২। চৈত্রসংক্রান্তির প্রধান উৎসব কোনটি? (ক) জামাইষষ্ঠি (খ) দোলযাত্রা (গ) দীপাবলি (ঘ) শিবপূজা। নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ নবম শ্রেণির ছাত্র অয়ন পহেলা বৈশাখের সকালে ইলিশ-পান্থা খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সকলের সাথে আনন্দ উপভোগ করে। এ আনন্দ উৎসব তার কাছে ছিল মহামিলন মেলা। ৩। অয়ন গ্রামে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে? (ক) সংক্রান্তি (খ) গৃহেপ্রবেশ (গ) বর্ষবরণ (ঘ) নবান্ন । ৪। সামাজিক ও পারিবারিক জীবনে উক্ত অনুষ্ঠানটি অয়নের জীবনে এক মহামিলন মেলা। কারণ এ অনুষ্ঠানটি- (র) সার্বজনীন (রর) অসাম্প্রদায়িক চেতনার মিলন (ররর) ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কিত নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৫। নামযজ্ঞ অনুষ্ঠানে যেভাবে কৃষ্ণনাম বা কীর্তন করা হয়Ñ (র) বিভিন্ন সুরে (রর) বিভিন্ন তালে (ররর) বিভিন্ন ছন্দে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ৬। যে সমস্ত আচার-আচরণ আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে - (ক) ধর্মাচার নামে স্বীকৃত (খ) সদাচার নামে স্বীকৃত (গ) গুণাচার নামে স্বীকৃত (ঘ) নিত্যাচার নামে স্বীকৃত । ৭। যে দেবতা রথে অধিষ্ঠিত থাকেন- (র) জগন্নাথ (রর) বলরাম (ররর) সুভদ্রা। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ৮। নবান্ন শব্দের অর্থ কী? (ক) ডাল-ভাত (খ) মাছ-ভাত (গ) নতুন ভাত (ঘ) পুরাতন ভাত। ৯। দোলপূর্ণিমা আর কী নামে পরিচিত - (ক) র‌্যালি উৎসব (খ) হোলি উৎসব (গ) আনন্দ উৎসব (ঘ) বয়স্ক উৎসব। ১০। পণাতীর্থ কার জন্মস্থান? (ক) মহাপ্রভু শ্রীচৈতন্য (খ) শ্রীকৃষ্ণ (গ) শ্রী জগন্নাথদেব (ঘ) শ্রী রাধা গোবিন্দ । ১১। যমুনা দেবীর ভাই’র নাম কী? (ক) অর্জুন (খ) যম (গ) গনেশ (ঘ) কার্তিক। ১২। লাভাদেবীর যা ইচ্ছে হলো- (ক) তীর্থযাত্রা (খ) গঙ্গা¯œান (গ) মন্দির স্থাপন (ঘ) নারায়ণ সাক্ষাত। ১৩। যেখানে ধর্মাচারের গুরুত্ব অপরিসীম- (র) ব্যক্তি ও পারিবারিক জীবন (রর) সামাজিক জীবন (ররর) পারলৌকিক জীবন। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। যা পরস্পর সম্পর্কিত- (র) ধর্মানুষ্ঠান (রর) মর্ধাচার (ররর) পূজাপার্বণ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৫। পুরনো রেণুকা নদী বর্তমানে কী নামে পরিচিত? (ক) যাদুকাটা নদী (খ) অদ্বৈত নদী (গ) লাভা নদী (ঘ) বাঙালি নদী । ১৬। পুণ্যস্থানকে কী বলা হয় ? (ক) মুক্তস্থান (খ) শুদ্ধস্থান (গ) তীর্থস্থান (ঘ) পাপ হরিস্থান। ১৭। নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তরা আসেন- (ক) হরিনাম দর্শনে (খ) অর্জুনভক্তের জন্য (গ) জানার জন্য (ঘ) দূর-দূরান্ত থেকে। ১৮। রথের সময় ভগবান কার কাছে নেমে আসেন? (ক) পরোহিত (খ) ভক্ত (গ) সাধারণ মানুষ (ঘ) ধার্মিক। ১৯। রথযাত্রার কতদিন পর উল্টোরথ পালন করা হয়? (ক) ৭ দিন (খ) ৮ দিন (গ) ৯ দিন (ঘ) ১০ দিন। ২০। দোলযাত্র মূলত- (ক) জৈনীয় উৎসব (খ) বৈষ্ণবীয় উৎসব (গ) শৈবীয় উৎসব (ঘ) বারুণী উৎসব। উত্তর ঃ ১(খ), ২(গ), ৩(গ), ৪(ঘ), ৫(ঘ), ৬(ক), ৭(ঘ), ৮(গ), ৯(খ), ১০(ক), ১১(খ), ১২(খ), ১৩(ক), ১৪(ক), ১৫(ক), ১৬(গ), ১৭(ঘ), ১৮(খ), ১৯(গ), ২০(খ)।
×