ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি;###;আব্দুর রশিদ

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৭, ২১ জানুয়ারি ২০১৮

সপ্তম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ১ম অধ্যায় : প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কী? (ক) এক ধরনের বিনোদন (খ) এক ধরনের পত্রিকা (গ) এক ধরনের প্রযুক্তি (ঘ) এক ধরনের চ্যাটিং ২. আজকাল নতুন গাড়িতে কী লাগিয়ে দেওয়া হয়? (ক) স্মার্টফোন (খ) আইপিএস (গ) ইউপিএস (ঘ) জিপিএস ৩. অবস্থান বের করার জন্য ব্যবহার করা হয়? (ক) লাপটপ (খ) ডেস্কটপ (গ) নোটবুক (ঘ) জিপিএস ৪. বর্তমানে এচঝ ব্যবহার করা হচ্ছে- (ক) গাড়িতে (খ) কম্পিউটারে (গ) স্ক্যানারে (ঘ) বাড়িতে ৫. জিপিএস কাজ করে কীভাবে? (ক) অপটিক্যাল ফাইবারের মাধ্যমে (খ) ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে (গ) কৃত্রিম উপগ্রহের মাধ্যমে (ঘ) বিদুৎ তরঙ্গের মাধ্যমে ৬. গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার প্রথম শর্ত কোনটি? (ক) দক্ষ ড্রাইভার (খ) গাড়িতে পর্যাপ্ত তেল থাকা (গ) পথঘাট চেনা (ঘ) জিপিএস ব্যবহার নিচের অনুচ্ছেদটি পড়ে ৭-৯ নম্বর প্রশ্নের উত্তর দাও? আরিফ ঢাকা থেকে ফরিদপুর গাড়ি নিয়ে যাবে; কিন্তুু আরিফ ফরিদপুর যাওয়ার রাস্তাঘাট চেনে না। আরিফ তার গাড়িতে প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর চলে যায়। ৭. আরিফ কোন প্রযুক্তি ব্যবহার করেছে? (ক) ই-চিকিৎসা (খ) যোগাযোগ (গ) ই-রিডার (ঘ) ই-মেইল ৮. আরিফ তার গাড়িতে কী লাগিয়ে ছিল? (ক) এপিএস (খ) ইউপিএস (গ) নোট বুক (ঘ) জিপিএস ৯. এ ধরনে প্রযুক্তির সুবিধা কী? (ক) সঠিক রাস্তাঘাট বের করে গন্তব্যে পৌছায় (খ) সে কোথায় আছে তা বলে দেয় (গ) এর মাধ্যমে গান শোনা যায় (ঘ) দুর্ঘটনা এড়ানো যায়? ১০. ই-চিকিৎসা কেন্দ্র কোথায় রয়েছে? (ক) ইন্টারনেটে (খ) টেলিভিশনে (গ) রেডিওতে (ঘ) ল্যান্ডফোনে ১১. ই-বুক রিডারে- (ক) গান শোন যায় (খ) খাবার অর্ডার দেওয়া যায় (গ) ছবি দেখা যায় (ঘ) বই পড়া যায় ১২. ই-বুকে কতোগুলো বই থাকে? (ক) ১ টি (খ) ১০ টি (গ) ১০০ টি (ঘ) কয়েক হাজার ১৩. কোন বিশ^বিদ্যালয় প্রযুক্তির মাধ্যমে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া প্রথম চালু করেছিল? (ক) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (খ) ঢাকা বিশ^বিদ্যালয় (গ)রাজশাহী বিশ^বিদ্যালয় (ঘ) চট্রগ্রাম বিশ^বিদ্যালয় ১৪. ভোটিং মেশিনে ভোট দেওয়া হয়- (ক)মেশিনের বোতামে চাপ দিয়ে (খ) সুইচ বন্ধ করে (গ) সুইচ উঠিয়ে (ঘ) মুহুর্তের মধ্যে ১৫. কাগজবিহীন গুরত্বপূর্ণ নির্বাচনের জন্য নিচের কোনটি প্রযোজ্য? (ক) ভোটার তালিকা (খ) টোনার মেশিন (গ) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ঘ) ভিডিও শেয়ারিং মেশিন ১৬. বিজনেস উইক নামক একটি ম্যাগাজিন কখন কাগজবিহীন অফিসের কাজকর্ম নিয়ে একটি প্রবন্ধ ছাপায়? (ক) ১৯৭৪ (খ) ১৯৭৫ (গ) ১৯৭৬ (ঘ) ১৯৭৭ ১৭. কত সালে ভার্চুয়াল অফিস সম্পর্কে প্রথম আলোচনা হয়? (ক)১৯৮০ (খ) ১৯৮১ (গ) ১৯৮২ (ঘ) ১৯৮৩ ১৮. ভার্চুয়াল অফিসের অর্থ- (ক) যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে (খ) সশরীরে অফিসে থাকতে হয় না (গ) ২৪ ঘন্টা অফিসে থাকতে হয় (ঘ) সাধারণ অফিসের মতো ১৯. বাংলাদেশ থেকে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করছে- (ক) বিশাল নৌকা (খ) রেলগাড়ি (গ) বিশাল জাহাজ (ঘ) বিমান ২০. ড্রোন বিমান কী? (ক) যুদ্ধ বিমান (খ) বোমারু বিমান (গ) দ্রুতগামী বিমান (ঘ) চালকবিহীন বিমান ২১. কোনটিকে শ্রমিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়? (ক) কম্পিউটার (খ) যন্ত্র (গ) অর্থ (ঘ) রোবট ২২. চালকবিহীন বিমানকে কী বলা হয়? (ক) মিগ-২৯ (খ) ড্রোন (গ) সুপার সনিক (ঘ) এক-১৪ ২৩. ওয়েল্ডিং মেশিন কোথায় ব্যবহৃত হয়? (ক) তৈরি পোশাক (খ) টেক্সটাইল শিল্পে (গ) জাহাজ তৈরি শিল্পে (ঘ) রাসায়ানিক শিল্পে ২৪. সর্বপ্রথম কোন পত্রিকায় কাগজবিহীন অফিসের ধারণা দেওয়া হয়? (ক)নিউইয়র্ক (খ) নিউজ উইক (গ) বিজনেস উইক (ঘ) দ্য ইকোনোমিক্স ২৫. ই-কার্ড কোথায় পাওয়া যায়? (ক) স্কুলে (খ) বাজারে (গ) টেলিভিশনে (ঘ) ইন্টারনেটে সঠিক উত্তরঃ ১(গ), ২(ঘ), ৩(ঘ), ৪(ক), ৫(গ), ৬(গ), ৭(খ), ৮(ঘ), ৯(ক), ১০(ক), ১১(ঘ), ১২(ঘ), ১৩(ক), ৪(ক), ১৫(গ), ১৬(খ), ১৭(ঘ), ১৮(খ), ১৯(গ), ২০(ঘ), ২১(ঘ), ২২(খ), ২৩(গ), ২৪(গ), ২৫(ঘ)।
×