ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানির নিচে গুহা!

প্রকাশিত: ০৩:৫৬, ২১ জানুয়ারি ২০১৮

পানির নিচে গুহা!

মেক্সিকোর কুলুম এলাকায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গুহা। এটি মাটির তলায় জলমগ্ন হয়ে আছে। মায়া সভ্যতার একটি অংশ এই গুহা। মোট দুটি গুহা; লম্বায় ২১৬ মাইল। একটি অপরটির সঙ্গে যুক্ত। সাক আকতুন ও দোস ওহুস নামে গুহা দুটিকে একত্রে য়ুকাতান পেনিনসুল বলা হয়। এটি আবিষ্কারের আগে পৃথিবীর দীর্ঘতম জলমগ্ন গুহা ছিল ওক্স বেল হা (১৬৮ মাইল)। -সায়েন্স এ্যালার্ট মহাকাশ মিশন থেকে বাদ... আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাবার কথা ছিল নভোচারী জিনেট এ্যাপসের। তার আগেই মিশন থেকে বাদ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশে যেতে পারলে জিনেটই হতেন প্রথম আফ্রিকান আমেরিকান নভোচারী। রাশিয়ার সয়ুজ রকেটে করে পাঁচ মাসের জন্য তিনি মহাকাশে যেতেন। কেন তাকে বাদ দেয়া হয়েছে তার কারণ জানায়নি নাসা। তাকে হিউস্টনের জনসন মহাকাশ কেন্দ্রের নভোচারী কার্যালয়ে রাখা হয়েছে। -বিবিসি
×