ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে বাদ ইমরুল

প্রকাশিত: ০৭:০০, ২০ জানুয়ারি ২০১৮

ইনজুরিতে বাদ ইমরুল

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। এর ফলে দুই ম্যাচ হাতে রেখেই উঠে গেছে ফাইনালে। বোনাসসহ ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ। বাকি দুটি দলেরই একসঙ্গে ১০ পয়েন্ট অর্জন করা সম্ভব হবে না। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জেতার পরই ত্রিদেশীয় সিরিজে বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকে শুধু বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস। এছাড়া অপরিবর্তিতই রাখা হয়েছে স্কোয়াড। প্রথম দুই ম্যাচের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু অনুশীলনের সময় ইনজুরিতে পড়ায় ইমরুলের সুযোগ হয়নি খেলার। এর পরিবর্তে দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয় খেলেছেন। তিনি দুই ম্যাচে খুব বড় রান না করতে পারলেও নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পেরেছেন। দলগতভাবেই দারুণ নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। সে কারণে কোন পরিবর্তন আনা হয়নি সিরিজের পরের দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে। কিন্তু ইমরুল ইনজুরির কারণেই ছিটকে গেছেন। দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।
×