ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ ষোলোতে ওজনিয়াকি

প্রকাশিত: ০৭:০০, ২০ জানুয়ারি ২০১৮

শেষ ষোলোতে ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকি। শুক্রবার দারুণ জয়ে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চতুর্থপর্বে জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এদিন ৬-৪ এবং ৬-৩ গেমে পরাজিত করেন হল্যান্ডের কিকি বার্টেন্সকে। এমন জয়ের পর দারুণ রোমাঞ্চিত টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ওজনিয়াকি। ড্যানিশ টেনিস তারকা ছাড়াও এদিন জয়ের স্বাদ পেয়েছেন এলিনা সিতলিনা। দুর্দান্ত ফর্মে থাকা ইউক্রেনের এই টেনিস তারকা এদিন ৬-২ এবং ৬-২ গেমে রীতিমতো উড়িয়েই দিয়েছেন তার স্বদেশী মার্তা কোসতিউককে। যিনি অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা দুর্দান্তভাবেই করেছিলেন এবার। সিতলিনা-ওজনিয়াকির জয়ের দিনে হেরে গেছেন জেলেনা ওস্টাপেঙ্কো। গত বছরটা দারুণ কাটে তার। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের স্বাদ পান তিনি। সেই সঙ্গে লাটভিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে গড়েন নতুন এক ইতিহাসও। কিন্তু টানা দুই জয়ের দেখা পেলেও তৃতীয় রাউন্ডেই থেমে যান তিনি। এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভিয়েটের কাছে ৬-৩, ১-৬ এবং ৬-৩ গেমে হার মানেন ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো। এর আগেরদিন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয়পর্বে জায়গা করে নিয়েছেন সিমোনা হ্যালেপও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোমানিয়ার এই টেনিস তারকা ৬-২ এবং ৬-২ গেমে পরাজিত করেন কানাডার ইউজেনি বাউচার্ডকে। গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টের আলোচনায় হ্যালেপ। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না তিনি। তবে গত বছরটা দুর্দান্ত কেটেছে তার। মেজর কোন শিরোপার দেখা না পেলেও প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন সিমোনা হ্যালেপ। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখলেন নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেও। টানা দুই জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের টিকেট কাটেন তিনি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও নিজের সেরাটা ঢেলে দিয়ে খেলতে চান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে এবার খেলছেন না সেরেনা উইলিয়ামস। পারিবারিক ঝামেলার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। এবার টুর্নামেন্টের প্রথমপর্ব থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন হট ফেবারিট ভেনাস উইলিয়ামস। এরপর গারবিন মুগুরুজা এবং জোহানা কন্টার মতো তারকারাও বিদায় নিয়েছেন। তাই হ্যালেপের সামনে এবার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের দারুণ সুযোগ।
×