ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাসেনসিওর গোলে স্বস্তির জয় রিয়ালের

প্রকাশিত: ০৬:৫৯, ২০ জানুয়ারি ২০১৮

 এ্যাসেনসিওর গোলে স্বস্তির জয় রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ বাজে সময়ের মধ্যে থাকা রিয়াল মাদ্রিদ অবশেষে জয়ের দেখা পেয়েছে। এ জন্য অবশ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ঘাম ঝরাতে হয়েছে। বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে স্বাগতিক লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে অতিথি রিয়াল। ম্যাচের শেষ মুহূর্তে মার্কো এ্যাসেনসির গোলে জয় পায় জিনেদিন জিদানের দল। এতে করে সেমিফাইনালে খেলার দৌড়ে এগিয়ে থাকলো গ্যালাক্টিকোরা। কেননা দ্বিতীয় লেগের ম্যাচ ২৪ জানুয়ারি রিয়াল খেলবে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। বর্তমানে স্প্যানিশ লা লিগায় বার্সিলোনার চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে এই প্রথম জয় পেয়েছে। এর আগের রাউন্ডে প্রথম লেগে জয় পাওয়ার পর দ্বিতীয় লেগে নীচের সারির ক্লাব নুম্যান্সিয়া ও ফুয়েনলাব্রাডার কাছে পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। শুধু তাই নয়, গত শনিবার ভিলারিয়ালের কাছে হারতে হয়েছে ১-০ গোলে। এমন পরিস্থিতির মধ্যে এই জয় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে রিয়াল শিবিরে। নিয়মিত একাদশের প্রায় সবাইকে ছাড়া একাদশ সাজানো রিয়াল বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে। কিন্তু প্রথমার্ধে সফল হতে পারেনি। এরই মাঝে ৩৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মাটেও কোভাসিচ। কিন্তু ডি বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। ৬৬ মিনিটে স্বাগতিকদের বিপজ্জনক ফ্রিকিক মার্কোস লরেন্তের মাথা ছুঁইয়ে ক্রসবারে লাগলে বেঁচে যায় রিয়াল। এর পরের মিনিটে দানি সেবাইয়োসকে বসিয়ে লুকা মডরিচকে নামান রিয়াল কোচ জিদান। ৭৩ মিনিটে লরেন্তেকে বসিয়ে নামান ইস্কোকে। এরপরও সফলতা পাচ্ছিল না অতিথিরা। উল্টো ৭৫ মিনিটে গোল খেতে বসেছিল তারা। ফরোয়ার্ড ক্লাওডিও‘র দারুণ ভলি ঝাঁপিয়ে প্রতিহত করেন গোলরক্ষক কিকো কাসিয়া। ম্যাচের ৮৯ মিনিটে অবশেষে রিয়াল শিবিরে হাসি ফোটান এ্যাসেনসিও। বাঁপ্রান্ত থেকে থিও হার্নান্দেজের ক্রসে দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেলসহ নিয়মিত একাদশের কয়েক জনকে বিশ্রামে রেখে তারুণ্যনির্ভর একাদশ নিয়ে খেলতে নামা রিয়ালকে পুরো ম্যাচেই ভুগতে হয়েছে। এরপরও গত কিছুদিনের বাজে পারফর্মেন্সে দলের আত্মবিশ্বাস পড়ে গিয়েছিল বলে মনে করেন জিদান। তবে এই জয়ের পর দল ধারাবাহিকভাবে ভাল করবে বলে মনে করেন ফরাসী কোচ। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, আমাদের জয়ের ধারায় ফিরতে হবে, নিজেদের জাল অক্ষত রাখতে হবে। সে পথে একধাপ এগিয়েছি। আমরা বলতে পারি না যে, দারুণ একটা ম্যাচ খেলেছি। তবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটা ফল পেয়েছি। জিদান বলেন, আশাকরি এটা একটা টার্নিং পয়েন্ট। আমরা এই ফলে খুশি। আত্মবিশ্বাসের জন্য এটা আমাদের দরকার ছিল। কখনও কখনও বিষয়গুলো একটু বেশি কঠিন হয়ে যায়। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। ফলটা আমাদের জন্য খুবই ইতিবাচক। এখন আমরা টানা তিন চার ম্যাচে এমন ফল চাই। আশা করছি সামনে আমরা আরও ভাল করতে পারব। ফরাসী গ্রেট বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই খারাপ করছি। তবে এখনও বেশ কয়েকটি আসরে ভাল সুযোগ আছে। সেগুলো কাজে লাগাতে হবে।
×