ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে জেতালেন অলরাউন্ডার রুট

প্রকাশিত: ০৬:৫৯, ২০ জানুয়ারি ২০১৮

ইংল্যান্ডকে জেতালেন অলরাউন্ডার রুট

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট প্রয়োজনে বল হাতেও কম যান না। ইংল্যান্ড টেস্ট অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা। শুক্রবার ব্রিসবেনে এ্যারন ফিঞ্চের সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে জনি বেয়ারস্টোর একটিমাত্র হাফ সেঞ্চুরি আর বাকি ব্যাটসম্যানদের সমন্বিত প্রচেষ্টায় ৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। বোলিংয়ে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৪৯ রানের কার্যকর ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন রুট। ৪-০তে ঐতিহ্যের এ্যাশেজ (টেস্ট) খোয়ানোর পর ওয়ানডেতে দারুণ করছে ইংল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল ইয়ন মরগানের দল। রবিবার সিডনিতে তৃতীয় ওয়ানডে। টস জয়ী অস্ট্রেলিয়াকে ভাল শুরু এনে দেন ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ। ৭০ বলে ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন। ৪০ বলে ৩৫ রান করে ফেরেন ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ফিঞ্চের সঙ্গে স্টিভেন স্মিথের জুটিও জমে উঠেছিল। তখনই বল হাতে রুটের চমক। স্মিথকে ফিরিয়ে ভাঙ্গেন এই জুটি। পরে ফিরিয়ে দেন ট্রাভিস হেডকেও। ফিঞ্চকে পরে সঙ্গ দিয়েছেন মিচেল মার্শ। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনিও (৩৫)। দলকে টানেন ফিঞ্চই। আগের ম্যাচে সেঞ্চুরি পর আবার করেছেন সেঞ্চুরি। তবে শেষ ১০ ওভারে যখন রান বাড়ানোর তাগিদ, ফিঞ্চ আউট হয়ে যান তখনই। ১১৪ বলে করেছেন ১০৬। তার দশম ওয়ানডে সেঞ্চুরি। শেষ দিকে মার্কাস স্টয়নিস, ক্যামেরন হোয়াইটরা পারেননি ঝড় তুলতে। অভিষিক্ত উইকেটকিপার ব্যাটসম্যান এ্যালেক্স ক্যারি ২৪ বলে করেছেন ২৭। হোয়াইট ২১ বল খেলে অপরাজিত ছিলেন মাত্র ১৫ রানে। ব্যাটিং উইকেটে এই ইংল্যান্ডকে ২৭০ রান করে আটকানো কঠিন। অস্ট্রেলিয়া একাদশ সাজিয়েছিল মাত্র তিনজন স্পেশালিস্ট বোলার দিয়ে। কাজটা ছিল আরও কঠিন। স্টার্কের ৪ উইকেটের পরও তাই পারেনি অস্ট্রেলিয়া। আগের ম্যাচের নায়ক জেসন রয় এদিন ফেরেন শুরুতেই। ইংল্যান্ডের আগ্রাসী নীতি তাতে পাল্টায়নি। দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো ও এ্যালেক্স হেলস। ৫৬ বলে ৬০ করেন বেয়ারস্টো, ৬০ বলে ৫৭ হেলস। ইনিংসে ফিফটি নেই আর একটিও। জিততে তবু খুব বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। এক পাশ আগলে রেখে দলকে ভরসা দিয়ে গেছেন রুট। আরেক পাশে জস বাটলার করেছেন ৩২ বলে ৪২। ক্রিস ওকস ২৭ বলে অপরাজিত ৩৯। দুই উইকেট নেয়ার পর অপরাজিত ৪৬ রান করে ম্যাচসেরা জো রুট।
×