ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা কোহলিকে শচীনের শুভেচ্ছা

প্রকাশিত: ০৬:৫৮, ২০ জানুয়ারি ২০১৮

বর্ষসেরা কোহলিকে শচীনের শুভেচ্ছা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুই হারে টেস্ট সিরিজ খুইয়েছে ভারত। তবে ধারাবাহিক ভাল পারফর্মেন্সের সৌজন্যে আইসিসির ২০১৭ বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক বিরাট কোহালি। হেরে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলেছেন ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস। রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকর এবং রবিচন্দ্রন অশ্বিনের পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরার সম্মান অর্জন করেছেন। টুইটারে বিরাটকে শুভেচ্ছা জানিয়ে শচীন লিখেছেন, ‘আমি একেবারেই অবাক হইনি। তুমি এটার যোগ্য। অসংখ্য শুভেচ্ছা রইল তোমার জন্য।’ আর বর্ষসেরার স্বীকৃতি পাওয়া কোহলির অনুভূতি, ‘এই প্রথমবার আমি গারফিল্ড সোবার্স ট্রফি পেলাম। এটা আমার কাছে বড় সম্মানের। আমার মনে হয় বিশ্বক্রিকেটে এটা সবথেকে বড় সম্মান। পরপর দুবছর দুজন ভারতীয় এই পুরস্কার পেল, এটা আরও বেশি সম্মানের।’ ২০১৬ সালে এই পুরস্কার পেয়েছিলেন অশ্বিন। টেস্টে দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে কোহলি। এর আগে এই মাইল স্টোন ছুঁয়েছিলেন গ্রেট সুনীল গাভাস্কর। তার ৫০তম টেস্টে ১৯৭৯ সালে। বিরাট অবশ্য ৯০০ রেটিং পয়েন্টে পৌঁছালেন ৬৫তম টেস্টে। ৯০০’র কাছাকাছি পৌঁছেছিলেন ভারতের আরও দুজন। ২০০২-এ শচীন ৮৯৮ পয়েন্ট, ২০০৫ সালে রাহুল ৮৯২ পয়েন্ট। বিশ্বক্রিকেটের ইতিহাসে কোহলি ৩১তম ব্যাটসম্যান যিনি টেস্টে ৯০০ রেটিং পয়েন্ট ছুঁলেন। সর্বোপরি ইতিহাসে এই তালিকায় সেরা ডন ব্র্যাডম্যানই। তার পয়েন্ট ৯৬১। এরপর রয়েছেন স্টিভ স্মিথ। ৯৪৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলীয় অধিনায়ক। লেন হুটনের পয়েন্ট ছিল ৯৪৫। রিকি পন্টিং ও জ্যাক কালিসের সর্বোচ্চ ৯৪২। কোহলি এই মুহূর্তে স্মিথের চেয়ে ৪৭ পয়েন্ট পিছিয়ে। তিন নম্বরে জো রুটের পয়েন্ট ৮৮১। পরের দুটি স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৫৫ ও ৮২৭।
×