ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাত দিনব্যাপী মধুমেলা শুরু

প্রকাশিত: ০৫:৪৭, ২০ জানুয়ারি ২০১৮

সাত দিনব্যাপী মধুমেলা  শুরু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৯ জানুয়ারি ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শনিবার থেকে কবির জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়ির মরা কপোতাক্ষ নদের তীরে সাত দিনব্যাপী মধুমেলা শুরু হচ্ছে। আসন্ন এসএসসি পরীক্ষার কারণে এবারও কবির জন্ম ২৫ জানুয়ারির পরিবর্তে ২০ জানুয়ারি থেকে শুরু করা হচ্ছে কবির জন্মবার্ষিকী ও সাত দিনব্যাপী মধুমেলা। শনিবার বিকেলে জন্মবার্ষিকী ও সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে কবির জন্ম গৃহের মধুমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কেশবপুরে সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। সাত দিনব্যাপী মধুমেলায় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়ির মধুমঞ্চে প্রতিদিন দুপুর ২টা থেকে কবির জীবনী ও সাহিত্যের ওপর বিষয়ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারী, বাউল গান, পালাগানসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×