ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনা জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

প্রকাশিত: ০৫:৪৭, ২০ জানুয়ারি ২০১৮

 পাবনা জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ জানুয়ারি ॥ উৎসব আমেজে ঐতিহ্যবাহী পাবনা জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৮৫৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দেশের সেরা স্কুল চত্বরে এ যেন প্রাণ ছুঁয়ে যাওয়া এক আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকাল দশটায় স্কুল চত্বর থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উচ্ছ্বাস আর খুশিতে মেতে ওঠেন বিভিন্ন বয়সী প্রাক্তন ছাত্ররা। জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানের। স্কুল জীবনের মতোই সকালে অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্রদের এ্যাসেম্বলি ও শরীর চর্চা। অনুষ্ঠানমালায় প্রাক্তন ছাত্ররা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে শপথ গ্রহণ করেন। পাবনা জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। স্কুলের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পুনর্মিলনী উৎসব কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পান্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব রুহুল আমীন), বেবী ইসলাম প্রমুখ।
×