ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগমারায় খাল খনন নিয়ে সংঘর্ষ ॥ আটক ৩

প্রকাশিত: ০৫:৪৫, ২০ জানুয়ারি ২০১৮

বাগমারায় খাল খনন নিয়ে সংঘর্ষ ॥ আটক ৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় বিলে খাল খনন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। উপজেলার ঝিকড়া ইউনিয়নের ঝাড়গ্রাম বিলে জমির মালিক, গ্রামবাসী ও পুলিশের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। যাদের মধ্যে একজনের কাছ থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝাড়গ্রাম বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য এলাকার ৯টি গ্রামের লোকজন সকাল থেকে খাল খনন শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে বিহানলী গ্রামের সোলেমান আলী মাস্টারের তিন ছেলে তার জমির ওপর দিয়ে খাল খননে বাধা দেয়। এ সময় গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অস্ত্র বের করে। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে সোলেমানের তিন ছেলেকে অস্ত্রসহ আটক করে। এরা হলো রেজাউল ইসলাম, আব্দুল মতিন ও মইন উদ্দিন। তবে তিনজনকে আটক করে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করতে গিয়ে তারা পুলিশের ওপর চড়াও হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
×