ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চার জেলায় শিশুসহ ৪ খুন

প্রকাশিত: ০৫:৪৩, ২০ জানুয়ারি ২০১৮

চার জেলায় শিশুসহ ৪ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ ফরিদপুরে নববধূ, নারায়ণগঞ্জে শিশু, নাটোরে দিনমজুর ও কক্সবাজারে যুবক খুন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ফরিদপুর মধুখালীতে এক নববধূকে গলাটিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এলাকাবাসী গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পশ্চিমপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে ওই নববধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ওই নববধূর নাম মারুফা বেগম (১৫)। তিনি ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মৃত জাফর শেখের মেয়ে। সে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। তার স্বামী সাইফুল ইসলাম ওরফে সাদ্দাম (২৪) উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত আহম্মদ শেখের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ডুমাইন ইউনিয়নের ডুমাইন পশ্চিমপাড়ায় ওই গৃহবধূর বাড়ির একটি কক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী ওই নববধূর স্বামী সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। মারুফার মা দিপালী বেগম জানান, চার মাস আগে সাইফুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাভাবে বিভিন্ন বিষয়ে চাপ দিয়ে আসছিল। তিনি বলেন, তার মেয়ে কিছুদিন ধরে বাবার বাড়িতে ছিল। চারদিন আগে তার স্বামী শ্বশুরবাড়িতে আসে। এলাকাবাসী জানায়, এ ঘটনার পর মরুফার স্বামী সাইফুল পালিয়ে যাবার সময় গ্রামবাসী ধরে তাকে আটক করে মধুখালী থানা পুলিশে সোপর্দ করে। নারায়ণগঞ্জ আড়াইহাজারে নিখোঁজের ১৩ দিন পর সুরাইয়া আক্তার (৮) নামে এক শিশুকন্যাকে হত্যা করা হয়েছে। পুলিশ নিখোঁজের ১৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গোপালদী ফাঁড়ি পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভাধীন ইসলামপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে এ শিশুর লাশটি উদ্ধার করে পুলিশ। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, ১৩ দিন আগে শিশুটি তার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি তার পরিবার। শিশুটির বাবা অহিদ মিয়া ঢাকায় রিক্সা চালায় এবং মা রহিমা বেগম অন্যের বাড়িতে কাজ করে। শুক্রবার দুপুরে এলাকার আঃ কুদ্দুছ মিয়ার পরিত্যক্ত ঘর থেকে পচা গন্ধ বেরিয়ে এলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে গোপালদী পুলিশ ফাঁড়ি পুলিশ তার ঘর থেকে আঁড়ার সঙ্গে বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির মুখসহ দেহের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দেহের বিভিন্নস্থানে পচন ধরে গেছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তাকে কিভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার বিস্তারিত বলা যাবে। শিশুটি মা রহিমা বেগম জানান, নিখোঁজের পর থেকে মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। নাটোর বড়াইগ্রামে প্রদানকৃত সুদের টাকা না পেয়ে মোস্তফা হোসেন(৫৫) নামে এক দিনমজুরকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা পার্শ্ববর্তী লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া চিলান গ্রামের মৃত হযরত আলীর ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামের মৃত হযরত আলীর ছেলে দিনমজুর মোস্তফা অভাব-অনাটনের কারণে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার পাচবাড়ীয়া গ্রামের সুদখোর গৌতম মেকারের কাছ থেকে শতকরা ২০ টাকা হারে ১২হাজার টাকা সুদের ওপর নেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সুদখোর গৌতম মেকারকে ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় দিনমজুর মোস্তফা। এতে ক্ষিপ্ত হয়ে গৌতম মেকার ও তার কর্মচারী সবুজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে মোস্তফাকে বড়াইগ্রামের কয়েন এলাকার সানোয়ারের আম বাগানে ডেকে নিয়ে তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে নির্যাতন চালিয়ে পালিয়ে যায়। এসময় মোস্তফাকে মাটিতে পড়ে থাকতে দেখে কয়েন বাজারের মোকাম্মেল মেকার তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু বাড়িতে পৌঁছানোর পরে মোস্তফার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কক্সবাজার সদরের পিএমখালী মুহসিনিয়াপাড়া সংলগ্ন বাঁকখালী নদীর তীর থেকে মান্না নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শহরের বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার মৃত মফিজুল ইসলামের পুত্র। শুক্রবার সকালে মৃতদেহটি বাঁকখালী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশে খবর দেয়।
×