ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ৩০ সোনার বারসহ দুই ডাকাত আটক

প্রকাশিত: ০৫:৪২, ২০ জানুয়ারি ২০১৮

 ঝিনাইদহে ৩০ সোনার বারসহ দুই ডাকাত  আটক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৯ জানুয়ারি ॥ মহেশপুরে নৈশ কোচ থেকে ডাকাতি হওয়া ৩০ সোনার বার কোটচাঁদপুর থেকে উদ্ধার ও দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার হারুন-অর রশিদ ওরফে মিলন ও একই উপজেলার পোস্ট অফিস পাড়া এলাকার আশরাফুল আলম ওরফে পটলা। পুলিশ জানান, গত ৪ জানুয়ারি রাতে মহেশপুরের সুন্দরপুর এলাকায় সোনারতরী পরিবহন থেকে একদল ডাকাত পাচার হওয়া সোনার বার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, সদরের আপুইল এলাকায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণলঙ্কার ও কম্পিউটারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ফাঁপোর ইউনিয়নের ওই এলাকায় নুরুন্নবী নামে এক ব্যক্তির বাড়িতে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত প্রাচীর টপকে ঢুকে। ওই বাড়িতে ২টি পরিবার ভাড়াটে হিসেবে বসবাস করে আসছে। দুর্বৃত্তরা বাড়ির গ্রিল ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে প্রথমে ওই বাড়িতে থাকা মহিলা ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির কয়েক মহিলাসহ গৃহকর্তা আব্দুল গনি ও মাহমুদ হোসনকে বেঁধে রাখে এবং কয়েকজনকে মারপিটও করে। ডাকাতদের হাতে ধারালো হাসুয়া, ছুরিসহ অন্যান্য ধারালো অস্ত্র ছিল। পরে তারা সেখান থেকে একটি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন, ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি কম্পিউটার মনিটর নিয়ে যায়।
×