ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৫:৪১, ২০ জানুয়ারি ২০১৮

নর্দান ভার্সিটিতে  সেমিনার

গত বুধবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘টেকনোলজি ইনোভেশন এ্যান্ড প্যাটেনটিং ফর ইনক্লুসিভ গ্রোথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম। এ সেমিনারে কী নোট স্পীকার ছিলেন কাশ্মীর বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. জি. মহিউদ্দিন ভাট। কী নোট স্পীকার তার প্রেজেন্টেশনে নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং উদ্ভাবিত প্রযুক্তির প্যাটেন্ট অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইকরাম আলী সেখের সভাপতিত্বে এ সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ম-লী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×