ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ছয় শিবিরকর্মী আটক॥ বোমা উদ্ধার

প্রকাশিত: ০৫:৪০, ২০ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরায় ছয় শিবিরকর্মী আটক॥ বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় জামায়াত শিবির ও বিএনপি গোপন বৈঠক করার সময় ছয় শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল বোমা ও বিপুল জিহাদী বই জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার গদাঘাটা মসজিদ সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়। গ্রেফতার শিবিরকর্মীরা হলো শিয়ালডাঙ্গা গ্রামের নজরুল মোল্লার ছেলে হাফেজ আব্দুল হাকিম, বাঁশঘাটা গ্রামের রেজাউল ইসলামের ছেলে আফজাল হোসেন, দক্ষিণ গদাঘটা গ্রামের ইয়াকুব আলির ছেলে ইউনুচ আলি, টেংরা গ্রামের ইয়ার আলির ছেলে সাদ্দাম হোসেন, দেবহাটা উপজেলার ধপুখালী গ্রামের মৃত ইমান আলির ছেলে হাফেজ আব্দুল হান্নান ও কলারোয়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের শওকত আলীর ছেলে হামিদুর রহমান । শুক্রবার দুপুরে সদর থানা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা সদর থানাধীন গদাঘাটা গ্রামের মসজিদ সংলগ্ন একটি পরিত্যক্ত পাশের বাড়িতে জামায়াত শিবির ও বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর ৩/৪ টি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর পালানোর সময় ছয় শিবিরকর্মীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল বোমা, জালের কাঠি ১৫ টি,ইলেকট্রনিক্স ডিভাইস ৪টি, জর্দার কৌটার অংশবিশেষ ৮ টুকরা, লাল টেপ ১১ টুকরা, লোহার পেরেক ১৯টি, মোটা কাগজ ছয় টুকরা এবং বিপুল জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
×