ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শত শত টন বর্জ্য নিয়ে বিপাকে রংপুর নগরবাসী

প্রকাশিত: ০৫:১৫, ২০ জানুয়ারি ২০১৮

শত শত টন বর্জ্য নিয়ে বিপাকে রংপুর নগরবাসী

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে শত শত মেট্রিক টন বর্জ্য নিয়ে চরম দুরবস্থা রংপুর নগরবাসীর। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ছয় বছর পর বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরির একটি প্লান্ট নির্মাণ শেষ হচ্ছে। কিন্তু সেখানে ব্যবহার হবে মাত্র ১৬ মেট্রিক টন ময়লা-আবর্জনা। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরজুড়ে প্রায় সাড়ে পাঁচশ পরিচ্ছন্নক আর ১৬টি যানবাহন দিয়ে চলে ময়লা-আবর্জনা সরানোর কাজ। শহরতলীর নাচনিয়ায় স্তূপাকারে ফেলে রাখা হচ্ছে শত শত মেট্রিক টন ময়লা-আবর্জনা। এতে স্কুলগামী শিশুসহ চরম স্বাস্থ্যঝুঁকি প্রায় আট লাখ নগরবাসীর। তারা বলেন, পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনের অভাবে রাস্তায় ময়লা ফেলা হয়। দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। বাচ্চারা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে বমি করে। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে অর্গানিক ওয়েস্ট থেকে কম্পোস্ট সার তৈরির প্লান্ট হচ্ছে। কিন্তু প্রতিদিন এতে ব্যবহার হবে মাত্র ১৬ মেট্রিক টন বর্জ্য। পরিবেশ অধিদফতরের রংপুরের উপ-পরিচালক মেজবাবুল আলম বলেন, সিটি কর্পোরেশন আস্তে আস্তে এর মাত্রা বাড়বে। শপথ নেয়ার পর সময়সূচী বদলে রাতেই ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেবেন নতুন মেয়র। ভাবছেন মেগা প্রজেক্ট নিয়েও। রসিকের নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, চেষ্টা করব রাত ১টা থেকে শুরু করে সকাল ছয়টার মধ্যেই পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ শেষ করার। পুরাতন ৫২ বর্গকিলোমিটার অর্থাৎ ১৫টি ওয়ার্ডে চালু রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। প্রতিদিন তৈরি হচ্ছে একশ মেট্রিক টন বর্জ্য। আর এটি সম্পূর্ণ এলাকা অর্থাৎ ২০৩ বর্গকিলোমিটারে সম্প্রসারিত হলে প্রতিদিন এখানে উৎপাদিত হবে অন্তত ছয়শ মেট্রিক টন আবর্জনা।
×