ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেকলবন্দী ১৩ ভাইবোন ॥ নির্যাতনের অভিযোগ অস্বীকার মা-বাবার

প্রকাশিত: ০৫:০৫, ২০ জানুয়ারি ২০১৮

শেকলবন্দী ১৩ ভাইবোন ॥ নির্যাতনের অভিযোগ অস্বীকার মা-বাবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পেরিস এলাকার এক বাড়িতে ডেভিড টুরপিন (৫৬) ও লুইস টুরপিনের (৪৯) বিরুদ্ধে ১৩ ছেলেমেয়েকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। তবে ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেছেন তারা। খবর বিবিসির। শিশুদের নির্যাতন, অপব্যবহার ও কৃত্রিম কারাগার বানানোসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে টুরপিন দম্পতির বিরুদ্ধে। তাদের এক মেয়ে বাড়ি থেকে পালিয়ে পুলিশের কাছে অভিযোগ করে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েক ভাইবোনকে বিছানার সঙ্গে শেকলবাঁধা অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুর অনেকেই মারাত্মক অপুষ্টিতে ভুগছিল। রিভারসাইড কাউন্টি ডিস্ট্রিক্টের এ্যাটর্নি মাইক হেস্ট্রিন বলেন, ওই দম্পতি শিশুদের শাস্তি দিতেই প্রথমে দড়ি ও পরে বিছানার সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখত। শাস্তির এই সময়সীমা কখনও কখনও কয়েক সপ্তাহ ও মাস পেরিয়ে যেত। সময়ের সঙ্গে বাড়ত শাস্তির তীব্রতাও। টুরপিন দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে - বাচ্চাদের মারধর, গলা চেপে ধরা, বছরে একবারের বেশি গোসল করতে না দেয়া, সারারাত ধরে বাচ্চাদের জাগিয়ে রেখে ভোর চারট-পাঁচটার দিকে ঘুমাতে পাঠানো, সারাদিন ধরে ঘুম পাড়িয়ে রাখা, খেলনা দিয়ে খেলতে না দেয়া, দিনে একবারের বেশি খেতে না দেয়া। মাঝে মাঝে বাচ্চাদের জন্য খাবার কিনে টুরপিন দম্পতি তা এমন জায়গায় রাখত যেখান থেকে খাবার দেখা যাবে কিন্তু খাওয়া যাবে না। ক্যালিফোর্নিয়ায় আসার আগে এই দম্পতি টেক্সাসে বাস করতেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ৯৪ বছর পর্যন্ত কারাদন্ড দেয়া হতে পারে।
×