ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনে মানবাধিকার আইনজীবী গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৪, ২০ জানুয়ারি ২০১৮

চীনে মানবাধিকার আইনজীবী গ্রেফতার

চীনের স্পষ্টবাদী মানবাধিকার আইনজীবীদের মধ্যে অন্যতম ইউ ওয়েনশেংকে (৫০) শুক্রবার বেজিংয়ে তার বাড়ির কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ। মানবাধিকার আন্দোলনকারীরা গ্রেফতার ঘটনাকে একদলীয় রাষ্ট্রের বিরোধীদের কণ্ঠরোধ করার এক সাম্প্রতিক উদ্যোগ বলে এর নিন্দা করেছেন। খবর গার্ডিয়ান অনলাইনের। ওয়েনশেং ভোরে হাঁটা পথে তার ছেলেকে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলেন তখন তাকে গ্রেফতার করা হয়। তার স্ত্রী জু ইয়ান গার্র্ডিয়ানকে এ কথা বলেছেন। তিনি বলেন, তার ছেলে আটক অভিযানে অন্তত ৪টি পুলিশের যান ও প্রায় এক ডজন কর্মকর্তাকে অংশ নিতে দেখেছে। এ দলে সোয়াত টিমও ছিল। তারা ইউকে ঘিরে ফেলে। তিনি বলেন, ইউয়ের কোন কাজই বেআইনী ছিল না। আন্দোলনকারীরা সাম্প্রতিক ঘটনাকে ‘আইনের বিরুদ্ধে যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন যা শুরু হয়েছে ২০১৫ সালের জুলাইয়ে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্যাট্রিক পুন বলেছেন, তাকে আটক করায় আমরা প্রচ- আঘাত পেয়েছি। তিনি ধারণা করেন, দলের শীর্ষস্থানীদের আক্রমণ করে সম্প্রতি যে নিবন্ধন লিখেছেন তার প্রতিশোধ হিসেবে তাকে গ্রেফতার করা হয। এতে যে স্পষ্ট বার্তাটি পাওয়া যায়। তা হচ্ছে, রাষ্ট্রের নেতাদের সমালোচনা করতে নেই কখনও অথবা তা করলে কারাগারে যেতে হবে। তার আইন পেশার লাইসেন্সটি কয়েকদিন আগে বাতিল করা হয়েছে। ইউয়ের পরিচিত এক মানবাধিকার কর্মী মাইকেল ক্যাস্টার বলেছেন, আজকের চীনে দমন নীতিতে তার শুভবোধে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে। মাও-এর পর শি জিনপিং চীনের অত্যন্ত ক্ষমতাধর শাসক হওয়ায় ইউ অক্টোবরে প্রকাশ্যভাবে তার পদত্যাগ দাবি করেন। তিনি এক খোলা চিঠিতে বলেন, শি-এর চীন পেছনের দিকে সরে যাচ্ছে এবং তিনি এ পদের জন্য অনুপযুক্ত। ইউ ২০১৫ সালে গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাতকারে জোর দিয়ে বলেন, তিনি ভীত নন। কাউকে না কাউকে আত্মত্যাগ করতে হবে। আমি অন্যায় দেখে পরিবর্তনের চেষ্টা না করে দাঁড়িয়ে থাকার চেয়ে নিপীড়নের সম্মুখীন হতে অনেক আনন্দ পাই।
×